আজ বিশ্ব পর্যটন দিবস
আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। অনেকের মনে প্রশ্ন আসে, কী করে ভ্রমণ করতে হয়? কোথায় যাব, কেন যাব, কী দেখব! কিন্তু জানব কী করে? আর কার সঙ্গে ভ্রমণ করবো? ব্যাগে কী কী নেব? টাকা-পয়সা কীভাবে জোগাড় করব? লিখেছেন ভূ-পর্যটক তারেক অণু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো বিশেষ কারণ ছিল না আমার। মাঝেমধ্যে কোনো কারণ ছাড়াই আমি নানান জায়গায় যাই। শাহবাগের মোড় থেকে আনমনে হাঁটতে হাঁটতে টিএসসির দিকে চলে গেলাম। বিকেলটা সুন্দর। আকাশে মেঘ আছে, আবার মেঘের ফাঁক দিয়ে অদ্ভুত নরম আলো এসে পড়েছে। মনে হচ্ছিলো চা খেতে ভালো লাগবে।
মায়া সভ্যতার অন্যতম প্রধান নগরীর নাম চিচেন ইৎজা। পৃথিবীর নতুন সাত আশ্চর্যের একটি হিসেবে খ্যাত এই স্থানে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণ করেন। চিচেন ইৎজা ১৯৮৮ সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত এবং ২০০৭ সালে এটি বিশ্বের নতুন সাত আশ্চর্যের মধ্যে স্থান পায়।
ক্যানকুন আসলে চিচেন ইত্জা ভ্রমণের গেটওয়ে। চিচেন ইত্জায় যাঁরা বেড়াতে যান, তাঁদের অনেকেই প্রথমে এখান থেকে যাত্রা শুরু করেন। সাদাবালির দীর্ঘ সমুদ্রসৈকতের জন্য ক্যানকুন খুবই বিখ্যাত। তাই মেক্সিকোর অন্যতম ব্যস্ত এই ক্যানকুন বিমানবন্দরে বিভিন্ন দেশের মানুষের ভিড় লেগেই থাকে।
১৮৬২ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে চালু করে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত রেললাইন। সেটি বাড়িয়ে আনা হয় আজকের কুষ্টিয়ার জগতি পর্যন্ত। ১৮৬২ সালের ১৫ নভেম্বর, ঐতিহাসিক সেই দিনে আজকের বাংলাদেশের মাটিতে ঢুকে পড়ে প্রথম রেলগাড়ি।
প্রভাব বিস্তারের জন্য ক্যাম্পে বিশেষ কয়েকটি দল আছে। তাদের কাছে নানা ধরনের অস্ত্র থাকে সবসময়। দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রের সংখ্যাও কম নয়। এই সশস্ত্র দলগুলো রাতের বেলা সক্রিয় হয়ে ওঠে। তাদের কথা না শুনলে নানা ধরনের হুমকি ধামকির ব্যবস্থা আছে। তাদের উদ্দেশ্য শুধুই আধিপত্য বিস্তার।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার পদত্যাগের পর নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারকে ঘিরে মানুষের অনেক আশা ছিল। কিন্তু গত ৮ মাসে অনেক আশাই পূরণ হয়নি। নানা আলোচনা-সমালোচনা এসেছে বিভিন্ন মহল থেকে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার মধ্যে গতকাল বুধবার দিবাগত রা