.png)

প্রতিক্রিয়া
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করা হয়েছে, যা একটি ইতিবাচক অগ্রগতি এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করেছে। এই আদেশ অনুযায়ী চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

দক্ষিণ এশিয়া বর্তমানে এক চরম ভূ-রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আঞ্চলিক সংঘাতের তীব্রতা আর প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ দুর্বলতা মিলিতভাবে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে। এমনকি এই অস্থিরতার ঢেউ বাংলাদেশের স্থিতিশীলতায় আঘাত হানার ঝুঁকি তৈরি করেছে।

দেশব্যাপী অগ্নিসন্ত্রাস জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। গত দুই দিনে রাজধানীতে অন্তত ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা দায়ের করা হয়েছে। এই সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করা হলেও, নির্বাচন বানচালের নেপথ্যে তৃতীয় শক্তির ষড়যন্ত্রের আশঙ্কাও প্রবল।

বাংলাদেশ এখন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে। অথচ গণঅভ্যুত্থানের পর যে গণতন্ত্র পুনরুদ্ধারের আশায় জাতি উল্লসিত হয়েছিল, সেই আশাই এখন অনিশ্চয়তার মেঘে ঢাকা। জুলাই জাতীয় সনদ—যে দলিল একসময় নতুন রাজনৈতিক চুক্তির প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছিল—আজ তা-ই হয়ে উঠেছে দেশের রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয়ে সারাবিশ্বের মুক্তিকামী মানুষের উল্লসিত হওয়াটাই স্বাভাবিক। এই জয় চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আজকের জনতুষ্টিবাদী ডানপন্থার (পপুলিস্ট রাইটউইং) হাতেই শুধু জনতাকে সংঘবদ্ধ করার কিংবা নতুন ভোটারদের আকর্ষণ করার একচেটিয়া ক্ষমতা নেই।

সাক্ষাৎকারে হোসেন জিল্লুর রহমান
হোসেন জিল্লুর রহমান; বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর অতিক্রম, এই সরকারের সাফল্য ও ব্যর্থতা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি-সংকটসহ নানা বিষয় নিয়ে ঢাকা স্ট্রিম-এর সঙ্গে কথা বলেছেন তিনি।

বিশেষ সাক্ষাৎকারে নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্দোলনের উত্তাল সময় পেরিয়ে রাজনৈতিক দল গঠনের পর বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি ঢাকা স্ট্রিমের সাঙ্গে একান্তে কথা বলেছেন।

নিউ ইয়র্কের জোহরান মামদানি সম্প্রতি মেয়র নির্বাচনে জয়ী হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। কিন্তু তাঁর সাফল্য কেবল রাজনীতির নয়—এটি এক দারুণ যোগাযোগ ও সম্পর্কের গল্প। তিনি প্রচারণা চালিয়েছেন ভিন্ন উপায়ে।

গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ নভেম্বর ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক-এ একটি নিবন্ধ লিখেছেন। নিবন্ধের শিরোনাম ‘অতীতেও আমি অনির্বাচিত রাজনীতিবিদদের মোকাবিলা করেছি’ শিরোনামে।

বিশেষ সাক্ষাৎকারে মুফতি মনির হোসাইন কাসেমী
মুফতি মনির হোসেন কাসেমী; হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি'র সঙ্গে সম্ভাব্য জোট গঠন এবং জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব তৈরির রাজনৈতিক ও আদর্শিক কারণগুলো নিয়ে ঢাকা স্ট্রিমের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন।

বর্তমান প্রেক্ষাপটে বলা যায়, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি অর্থনৈতিক ন্যায্যতা ও আর্থিক শৃঙ্খলার যৌথ পরীক্ষা।

বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মনোনয়ন দেওয়ার ব্যপারে দলের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, জনপ্রিয়তা ও প্রার্থীর যোগ্যতাকে গুরুত্ব দিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেছেন, বিএনপি জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নির্বাচনী জোটে আগ্রহী এবং আসন ছাড়তেও প্রস্তুত।

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে সম্পর্কে ধারণা করা হচ্ছে, তিনি পুরুষ নেতাদের চেয়েও কঠোর হতে পারেন। অভিবাসন ও প্রতিরক্ষা নীতিতে তার কড়া অবস্থানের কারণে এমন ধারণা প্রকট হচ্ছে।

রাশিয়াতে যখন ১৯১৭ সালে বিপ্লব ঘটল, তখন বহির্বিশ্ব তাৎক্ষণিকভাবে এর গভীরতা অনুধাবন করতে পারেনি। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক ডামাডোলের মধ্যে এটিকে অনেকেই আরেকটি সাধারণ ঘটনা হিসেবে গণ্য করেছিল। তবে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে মুক্তির সংগ্রামে লিপ্ত দরিদ্র দেশগুলোর কাছে এই বিপ্লব এক নতুন দৃষ্টিকোণ এনে দেয়।

১৯১৭ সালের রুশ বিপ্লবের মতো কিছু মানবজাতির ইতিহাসে আগে কখনো ঘটেনি। বিশ্বজুড়ে পুঁজিবাদের আপাত বিজয় ঘটছে। সেই ডামাডোলে একটি ঘটনা যেন ভুলেই গেছে সবাই। আমি এমন একটি বিষয়ের উপর জোর দিতে চাই। আর তা হোল ১৯১৭ সালের রুশ বিপ্লব। এই বিপ্লব ছিল মানবজাতির ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।

৭ নভেম্বরের তাৎপর্য বুঝতে হলে এর পূর্ববর্তী ঘটনাবলি অনুধাবন করা জরুরি। ১৫ আগস্টের পট পরিবর্তনের পর জাতি এক চরম অনিশ্চয়তার মুখে পড়ে। এর মধ্যেই ৩ নভেম্বর সংঘটিত হয় একটি পাল্টা অভ্যুত্থান, যার নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ।