রাবিতে পোষ্যকোটা পুনর্বহাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন।
সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বিদ্যমান কাঠামোতে নির্বাচন দিয়ে আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিতে দেওয়া হবে না। ৫ দফা দাবিতে ঢাকায় আয়োজিত জামায়াতের বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা বলা হয়েছে আজ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান হলো গণতন্ত্রের পুনরুদ্ধারের। বাংলাদেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছিলো। সেই গণতন্ত্রের পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে ডাকসু-জাকসুর মাধ্যমে৷
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কারো সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন। এসময় তিনি সহি আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় জবানবন্দি
জবানবন্দিতে নাহিদ উল্লেখ করেন, পুরো আন্দোলনজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। হেলিকপ্টার থেকেও আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ-সংগঠনের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি করে। ব্লক রেইড দিয়ে গণগ্রেফতার করা হয়েছে।
রাজধানী ঢাকায় আজ কর্মসূচি পালন করছে সাতটি রাজনৈতিক দল। প্রায় অভিন্ন দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ও ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
ইসলামি আমিরাত আফগানিস্তানের রাষ্ট্রীয় আমন্ত্রণে দেশটিতে পৌঁছেছেন মাওলানা মামুনুল হক। তিনিসহ বাংলাদেশি আলেমদের একটি প্রতিনিধি দল গতকাল (১৭ সেপ্টেম্বর) বুধবার সকালে রাজধানী কাবুলে পৌঁছেছেন বলে জানা গেছে।
শাহবাগে যে কোনো কর্মসূচিতে ভোগান্তিতে পড়ে আশপাশের এলাকার বেশ কিছু হাসপাতাল। বিশেষ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল), বারডেম, ঢাকা মেডিকেল, ধানমন্ডির পপুলার হাসপাতাল, সায়েন্সল্যাবের ল্যাবএইড হাসপাতালে রোগী আনা-নেওয়ায় ভোগান্তিতে পড়তে হয়।
নাহিদের মতে, আমরা কোনো কর্মসূচি ঘোষণা করলেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোর গেট ছাত্রলীগ বন্ধ করে দেয় যাতে ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে। আমাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। সারাদেশেই এ ধরনের বাধা সৃষ্টি করা হয়েছিল।
আরাফাত চৌধুরী তাঁর পোস্টে লেখেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা ভোটার উপস্থিতি তালিকা ও ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে অস্বীকৃতি জানিয়েছে।’
তদন্ত কমিটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘২০১৯ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন।’
আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে ৩১টির মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে। এর মধ্যে কিছু দল শুধু উচ্চকক্ষে, জামায়াতসহ কিছু দল উভয় কক্ষে পিআর চায়।
আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি ও ১৪ দল একই ধরণের অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেছেন, ‘আপনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন বা নিষিদ্ধ করলেন, জাতীয় পার্টিকে কেন করলেন না? ১৪ দলকে কেন ক
দেশের মানুষ ইসলামকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। এ জন্য আলেমদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
জাপানের টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাবুদ্দিন দাউদ আলীর সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সফররত নেতারা। সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সঙ্কটসহ দুই দেশের মধ্যে বাংলাদেশ বিমানের সারাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে।
অভিন্ন পাঁচ দাবিতে বৃহস্পতিবার থেকে আন্দোলনে নামছে জামায়াতসহ পাঁচটি ইসলামপন্থী রাজনৈতিক দল। ইতিমধ্যে তাঁরা পৃথকভাবে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন। রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহর ও জেলা-উপজেলায় সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবে দলগুলো। আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের এই কর্মসূচি পালন করবে দল পাঁচ