ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ গতকাল রোববার (৩ আগস্ট) জানায়, উদ্ধারকারী দল সমুদ্রসৈকত ও আশপাশের এলাকা থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার (১ আগস্ট) জাতিসংঘ জানিয়েছে, ২৭ মে থেকে এ পর্যন্ত অন্তত ১,৪০০ জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হয়েছেন।
বিশেষজ্ঞেরা বলছেন, মেদভেদেভ ও ট্রাম্পের এই কথার লড়াই পারমাণবিক যুগের সেই স্নায়ুযুদ্ধের স্মৃতিকেই উসকে দিচ্ছে।
হামাসের দাবি, গাজার মানবিক সংকট ও দুর্ভিক্ষের অবসান ঘটলেই তাঁরা অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনায় ফিরে যেতে প্রস্তুত।
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা হত্যা
৩৩তম তলায় গুলির শব্দ শোনার পর তিনি পরিষ্কারের কাজ বাদ দিয়ে রুম থেকে বেরিয়ে রিসেপশনের পাশের কাচের দরজার দিকে এগোন। হঠাৎ কাচের দরজাটা কাঁপতে শুরু করে এবং ভেঙে পড়ে। শেন তামুরা তাঁর দিকে বন্দুক তাক করলে তিনি চিৎকার করে বলেন, আমি পরিচ্ছন্নতাকর্মী। আমি পরিচ্ছন্নতাকর্মী। তামুরা তাঁর আশপাশে গুলি চালাতে শুরু
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এরই মধ্যে রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
আজ শুক্রবার (১ আগস্ট) থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এরই মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) এক নির্বাহী আদেশে প্রায় ৭০টি দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
নিউইয়র্ক পুলিশের গার্ড অব অনার
নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে নিহত মার্কিন পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী দিদারুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) পার্কচেস্টার জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
নির্বাচনের প্রস্তুতি, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিশ্বাস অর্জনের লক্ষ্যে মিয়ানমারের জান্তা দেশজুড়ে জরুরি অবস্থা প্রত্যাহার করেছে।
এ বছর ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প বলে আসছেন, তিনি রাশিয়া ও পুতিন উভয়কেই সম্মান করেন এবং সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজতে চান।
রাশিয়ার কামচাতকায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৮ দশমিক ৭। ১৯৫২ সালের পর এই অঞ্চলের এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
গত ২৪ জুলাই শুরু হওয়া থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধের মধ্যে কম্বোডিয়ায় আটকা পড়েছেন বহু বাংলাদেশি। বাংলাদেশি কমিউনিটি ইন কম্বোডিয়ার সভাপতি মোতাহের হোসেন মিয়া স্ট্রিমকে বলেন, ‘কম্বোডিয়ায় প্রায় ২০ হাজার বাংলাদেশি রয়েছেন।
রাশিয়ার উত্তর কুরিল দ্বীপপুঞ্জের সেভেরো-কুরিলস্ক শহরে সুনামির ঢেউ আঘাত হেনেছে। আজ বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় ভোরে এই জলোচ্ছ্বাসের ঘটনা ঘটে। এতে শহরের উপকূলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রাশিয়া টুডে।
রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প
রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতস্কা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপান, হাওয়াই দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের কিছু অংশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
কয়েক ঘণ্টা পুরনো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কম্বোডিয়া। সীমান্ত বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের চুক্তি সত্ত্বেও এখনো বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী এবং এক পুলিশ সদস্য রয়েছেন। নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।