leadT1ad

বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়া, তুরাগে ঝাপ দিয়ে প্রাণ গেল যুবকের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯: ৫৮
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়ায় তুরাগ নদীতে ঝাপ দিয়েছিল এক যুবক। সাঁতার না জানায় পরে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শাহ আলী থানাধীন উত্তর নবাবেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মাদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পানিতে ডুবে মৃত যুবকের নাম সাইয়াফ (১৮)। এ ঘটনায় রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রাত দেড়টার দিকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশের সড়কে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কেরোসিন ছিটিয়ে আগুন দেয় তিন যুবক। মোবাইল ফোনে ওই ঘটনার ভিডিও ধারণও করছিলেন তারা। বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসলে তারা ধাওয়া দিয়ে রুদ্রকে হাতেনাতে আটক করে। এ সময় সাইয়াফ তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যায়। এদিকে, সাঁতার না জানায় নদীতে ডুবে যায় সাইয়াফ। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাশকতামূলক এই ঘটনায় জড়িত অন্য দুষ্কৃতিকারীকে আটকে অভিযান চলছে। আর আটক রুদ্রর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

Ad 300x250

সম্পর্কিত