স্ট্রিম সংবাদদাতা
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাস্থলের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মিলনায়তনের ভেতরে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এতে সভায় অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সোমবার (২০ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে বগুড়া জেলা পরিষদ চত্বরে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ককটেল বিস্ফোরণের সময় জেলা পরিষদের মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারজিস আলম।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় চলাকালীন সময়ে আমাদের ভেন্যু– অডিটোরিয়ামের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে…।’ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি করেন তিনি ।
পরে সাংবাদিকদের কাছে সারজিস আলম বলেন, ‘ককটেল বিস্ফোরণ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
দলের জেলা সমন্বয় কমিটির সদস্য শওকত ইমরান বলেন, ‘পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়। কে বা কারা করেছে, তা খতিয়ে দেখাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির স্ট্রিমকে বলেন, ‘ককটেল বিস্ফোরণস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, জুলাই সনদে জামায়াতে ইসলামীর স্বাক্ষর করার বিষয়টির সমালোচনা করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) বিষয়ে জামায়াত আন্দোলন করল, অথচ জুলাই সনদে ওই বিষয়ে লেখা নেই, সেটাতে স্বাক্ষর করে এলো জামায়াত, যা জামায়াতের শক্তিশালী আচরণের সাথে দ্বিচারিতা। এটা তাদের কাছে প্রত্যাশিত ছিল না।’
আজ সোমবার দুপুরে বগুড়ায় দলীয় অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম। এর আগে তিনি আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন স্থানে দলীয় অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।
নির্বাচন কমিশন (ইসি) এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়ার বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে মন্তব্য করে সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন শাপলা দেওয়ার বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। আমরা চাই নির্বাচন কমিশন স্বাতন্ত্র্য বজায় রাখুক, মেরুদণ্ডটা সোজা রাখুক। আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করা হচ্ছে, তারা কারও না কারও দ্বারা প্রভাবিত হচ্ছে।’
বিএনপি ও জামায়াত এককভাবে দেশের নেতৃত্ব দিতে পারবে না মন্তব্য করে সারজিস আলম বলেন, ‘বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে, তা জোট সরকার ছিল। জামায়াতও কখনোই শক্তিশালীভাবে সংসদে প্রতিনিধিত্ব করতে পারেনি। আমরা মনে করি, এককভাবে কেউ শক্তিশালী নয়। আগামীতে আওয়ামী লীগ ও আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি বা জামায়াত—কেউ এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে, সংসদেও প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করছি।’
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাস্থলের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মিলনায়তনের ভেতরে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এতে সভায় অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সোমবার (২০ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে বগুড়া জেলা পরিষদ চত্বরে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ককটেল বিস্ফোরণের সময় জেলা পরিষদের মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারজিস আলম।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় চলাকালীন সময়ে আমাদের ভেন্যু– অডিটোরিয়ামের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে…।’ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি করেন তিনি ।
পরে সাংবাদিকদের কাছে সারজিস আলম বলেন, ‘ককটেল বিস্ফোরণ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
দলের জেলা সমন্বয় কমিটির সদস্য শওকত ইমরান বলেন, ‘পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়। কে বা কারা করেছে, তা খতিয়ে দেখাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির স্ট্রিমকে বলেন, ‘ককটেল বিস্ফোরণস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, জুলাই সনদে জামায়াতে ইসলামীর স্বাক্ষর করার বিষয়টির সমালোচনা করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) বিষয়ে জামায়াত আন্দোলন করল, অথচ জুলাই সনদে ওই বিষয়ে লেখা নেই, সেটাতে স্বাক্ষর করে এলো জামায়াত, যা জামায়াতের শক্তিশালী আচরণের সাথে দ্বিচারিতা। এটা তাদের কাছে প্রত্যাশিত ছিল না।’
আজ সোমবার দুপুরে বগুড়ায় দলীয় অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম। এর আগে তিনি আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন স্থানে দলীয় অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।
নির্বাচন কমিশন (ইসি) এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়ার বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে মন্তব্য করে সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন শাপলা দেওয়ার বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। আমরা চাই নির্বাচন কমিশন স্বাতন্ত্র্য বজায় রাখুক, মেরুদণ্ডটা সোজা রাখুক। আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করা হচ্ছে, তারা কারও না কারও দ্বারা প্রভাবিত হচ্ছে।’
বিএনপি ও জামায়াত এককভাবে দেশের নেতৃত্ব দিতে পারবে না মন্তব্য করে সারজিস আলম বলেন, ‘বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে, তা জোট সরকার ছিল। জামায়াতও কখনোই শক্তিশালীভাবে সংসদে প্রতিনিধিত্ব করতে পারেনি। আমরা মনে করি, এককভাবে কেউ শক্তিশালী নয়। আগামীতে আওয়ামী লীগ ও আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি বা জামায়াত—কেউ এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে, সংসদেও প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করছি।’
গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনাসহ দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে 'গণতান্ত্রিক ছাত্রশক্তি' রাখা হচ্ছে। একই সঙ্গে সংগঠনে আসছে নতুন নেতৃত্ব। আগামী ২৩ অক্টোবর এক জাতীয় সমন্বয় সভা থেকে এই পরিবর্তনগুলো চূড়ান্ত করা হবে।
২ ঘণ্টা আগেজুলাইয়ের গণঅভ্যুত্থানে এত রক্ত ও জীবনের বিনিময়ের পর কোনো অবস্থাতেই আর নতুন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।
৩ ঘণ্টা আগেপুরোনো আওয়ামী আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
৫ ঘণ্টা আগে