leadT1ad

ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২২: ৫৪
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ২ জন সিনিয়র সচিব ও ৭ জন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত আলাদা নয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—সিনিয়র সচিব মনজুর হোসেন ও মশিউর রহমান এবং সচিব সামসুল আরেফিন, মিজানুর রহমান, আজিজুর রহমান, নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম। তাঁরা সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত ছিলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মশিউর রহমান ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে, আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর থেকে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান ২০২৪ সালের ২০ আগস্ট থেকে ওএসডি ছিলেন।

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নূরুল আলমকে ২০২৪ সালের ৮ আগস্ট, নৌপরিবহন সচিব এ কে এম মতিউর রহমানকে ২০২৪ সালের ২ অক্টোবর, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমকে ২০২৪ সালের ৩ ডিসেম্বর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদকে ২০২৪ সালের ২ অক্টোবর এবং সংসদ সচিবালয়ে দায়িত্ব পালন শেষে সচিব মিজানুর রহমানকে ২০২৪ সালের ৩ ডিসেম্বর ওএসডি করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ওই ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হয়।

Ad 300x250

সম্পর্কিত