এক্সিম ব্যাংকের সাড়ে আটশো কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনকে (৬৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) তাঁকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয়। এর আগে, দুপুর সাড়ে বারোটায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদালতে আসামিকে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ।
তিনি আবেদনে উল্লেখ করেন, জামিন মঞ্জুর করা হলে আসামি আত্মগোপন করতে পারে এবং সাক্ষীদের বা তদন্ত কাজকে প্রভাবিত করতে পারে।
এদিকে, মো. ফিরোজ হোসেনের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি এর বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণ অনুমোদন করে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা ৬২ পয়সা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত ১৭ আগস্ট ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ মোট ২১ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুদক।
মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে, ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধভাবে ঋণ অনুমোদন ও বিতরণ করে এই বিপুল অর্থ আত্মসাৎ করেন।
এজাহারে সাবেক এমডি মো. ফিরোজের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তিনি ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে শাখার অসম্পূর্ণ ঋণ প্রস্তাবের বিষয়ে কোনো আপত্তি জানাননি। ঋণের বিপরীতে জামানতের উল্লেখ না থাকা এবং কোনো স্টক রিপোর্ট না থাকা সত্ত্বেও তিনি গ্রাহকের ব্যবসা বা কোনো সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) না করেই ঋণ অনুমোদনের সুপারিশ করেন এবং বোর্ড কর্তৃক তা অনুমোদন করিয়ে অর্থ আত্মসাতে সহায়তা করেন বলে অভিযোগে বলা হয়েছে।