স্ট্রিম প্রতিবেদক

চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অক্টোবরে প্রবাসীরা দেশে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস সেপ্টেম্বরের চেয়ে প্রায় ১২ কোটি ২০ লাখ ডলার কম। তবে এই আয় ২০২৪ সালের অক্টোবরের তুলনায় প্রায় ১৭ কোটি ডলার বেশি।
সব মিলিয়ে চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ১ হাজার ১৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।
বরাবরের মতোই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা প্রায় ৫৯ কোটি ডলার পাঠিয়েছেন। অন্যদিকে, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ প্রায় ২৬ কোটি ডলার।
তবে অক্টোবর মাসে বেশ কয়েকটি ব্যাংক কোনো রেমিট্যান্স আকর্ষণ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অক্টোবরে প্রবাসীরা দেশে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস সেপ্টেম্বরের চেয়ে প্রায় ১২ কোটি ২০ লাখ ডলার কম। তবে এই আয় ২০২৪ সালের অক্টোবরের তুলনায় প্রায় ১৭ কোটি ডলার বেশি।
সব মিলিয়ে চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ১ হাজার ১৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।
বরাবরের মতোই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা প্রায় ৫৯ কোটি ডলার পাঠিয়েছেন। অন্যদিকে, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ প্রায় ২৬ কোটি ডলার।
তবে অক্টোবর মাসে বেশ কয়েকটি ব্যাংক কোনো রেমিট্যান্স আকর্ষণ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে ২০ কোটি টাকার বেশি পরিমাণের সব ঋণ যাচাইয়ের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
১ দিন আগে
বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ আগামী চার-পাঁচ বছরের আগে ফেরত আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
২ দিন আগে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৫০ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এসব ব্যাংকের গ্রাহকরা আতঙ্কের মধ্যে পড়েছেন। অনেকে টাকাও তুলতে পারছেন না। এর ফলে চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের প্রায় ৩৬ শতাংশই খেলাপিতে পরিণত
২ দিন আগে
দেশের সামষ্টিক অর্থনীতিতে নানা ধরনের পুঞ্জিভূত সমস্যা বিদ্যমান। বর্তমান সরকারের মেয়াদে সেগুলো সমাধান করা সম্ভব নয়। এগুলো পরবর্তী নির্বাচিত সরকারকে মোকাবিলা করতে হবে। এমন ১২ সমস্যা চিহ্নিত করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)।
৪ দিন আগে