১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে রাজনীতি ছেড়ে দেব
স্ট্রিম ডেস্ক
১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে রাজনীতি ছেড়ে দেব
স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২: ২৩
নাহিদ ইসলাম। ছবি : আশরাফুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব।’
বুধবার (৬ নভেম্বর) স্ট্রিমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই ঘোষণা দেন নাহিদ ইসলাম। রাজধানীতে তাঁর বাসভবনে সাক্ষাৎকারটি নেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদ।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সংগঠক এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎকারে আন্দোলনের উত্তাল সময় পেরিয়ে রাজনৈতিক দল গঠনের পর বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।
রাজনীতির একটা ধাপ অতিক্রম করছেন নাহিদ ইসলাম। একটা আন্দোলন, আন্দোলনের পরে নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেকে দীর্ঘমেয়াদে রাজনীতির কোন জায়গায় দেখতে পান—জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামষ্টিক ধারণায় বিশ্বাস করতাম। ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না। আর এখন তো অনেক মানুষের জীবনদান এটার সঙ্গে জড়িত। এখানে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই নেমেছি।’
এরপরই ১০ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘১০ বছরের মধ্যে যদি (ক্ষমতায়) যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করব না। ১০ বছরের এই টাইমলাইনটা হচ্ছে আমার টার্গেট। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে (এনসিপি) প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। জনগণকে ক্ষমতায়িত করতে চাই।’
লক্ষ্যটি ১০ বছরই কেন নির্ধারণ হলো, জানতে চাইলে এনসিপির এই নেতা বলেন, ‘অনেক রাজনৈতিক দলকে দেখি, বছরের পর বছর কাজ করছে, কিন্তু সফলতা পাচ্ছে না। অনেকে সফলতা পেয়ে আবার ধরেও রাখতে পারছে না। ফলে ১০ বছর আমি আমার জন্য একটা টাইম ধরে নিয়েছি।’
১০ বছরের এই যাত্রা ‘জাস্ট শুরু হয়েছে’ বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। এখন পর্যন্ত যাত্রার যতটুকু এগিয়েছেন, তার পর্যালোচনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো অনেকদূর এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে ১৫-২০ বছরে যেই জায়গায় পৌঁছায় বা ১০ বছরে; আমরা কিন্তু সেটাতে অলরেডি পৌঁছে গেছি। এই কারণে আমি ১০ বছর বলতেছি। কারণ গণভ্যুত্থান আমাদের ১০ বছর এগিয়ে দিয়েছে, ১৫ বছর এগিয়ে দিয়েছে। বাকিটা এখন আমাদের করতে হবে। জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে, দায়িত্বটা দিয়েছে। বাকিটা আমাদের দক্ষতা আমাদের যোগ্যতা, সততা ও নিষ্ঠার বিষয়।’
রাজনীতিতে ‘প্রতিষ্ঠিত হওয়ার’ এই লক্ষ্য জুলাই আন্দোলনের আগে থেকে নেওয়া নাকি রাজনৈতিক দল গঠন করার পরে; জানতে চাইলে তিনি বলেন, ‘৫ আগস্টের আগে একেবারে এভাবে ভাবছি, এরকম না। তখন আমাদের একটু ভিন্ন স্ট্র্যাটেজি ছিল, পরিকল্পনা ছিল। কারণ এই ফ্যাসিবাদ কখন, কীভাবে যাবে; আমরা তো কেউই নিশ্চিত ছিলাম না। তবে রাজনীতিতে আমরা থাকবো বা জাতীয় রাজনীতির পরিবর্তন হবে, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম। ৫ আগস্টের পরেই মূলত এই ভাবনা আরো দৃঢ় হয়, এটা আমার ব্যক্তিগত ভাবনা। হয়তো আমার দল থাকবে (নিজে রাজনীতি ছেড়ে দিলেও)। কিন্তু আমি ১০ বছরের মধ্যে এই দলকে সরকার নিয়ে যাব, এটা আমার লক্ষ্য।’
নাহিদ ইসলাম। ছবি : আশরাফুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব।’
বুধবার (৬ নভেম্বর) স্ট্রিমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই ঘোষণা দেন নাহিদ ইসলাম। রাজধানীতে তাঁর বাসভবনে সাক্ষাৎকারটি নেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদ।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সংগঠক এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎকারে আন্দোলনের উত্তাল সময় পেরিয়ে রাজনৈতিক দল গঠনের পর বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।
রাজনীতির একটা ধাপ অতিক্রম করছেন নাহিদ ইসলাম। একটা আন্দোলন, আন্দোলনের পরে নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেকে দীর্ঘমেয়াদে রাজনীতির কোন জায়গায় দেখতে পান—জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘রাজনীতিতে আমরা প্রথম থেকেই একটা সামষ্টিক ধারণায় বিশ্বাস করতাম। ব্যক্তি বা নিজেকে নিয়ে খুব একটা ভাবি না। আর এখন তো অনেক মানুষের জীবনদান এটার সঙ্গে জড়িত। এখানে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই নেমেছি।’
এরপরই ১০ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘১০ বছরের মধ্যে যদি (ক্ষমতায়) যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করব না। ১০ বছরের এই টাইমলাইনটা হচ্ছে আমার টার্গেট। এই সময়ের মধ্যে আমি রাজনৈতিক দলটাকে (এনসিপি) প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। জনগণকে ক্ষমতায়িত করতে চাই।’
লক্ষ্যটি ১০ বছরই কেন নির্ধারণ হলো, জানতে চাইলে এনসিপির এই নেতা বলেন, ‘অনেক রাজনৈতিক দলকে দেখি, বছরের পর বছর কাজ করছে, কিন্তু সফলতা পাচ্ছে না। অনেকে সফলতা পেয়ে আবার ধরেও রাখতে পারছে না। ফলে ১০ বছর আমি আমার জন্য একটা টাইম ধরে নিয়েছি।’
১০ বছরের এই যাত্রা ‘জাস্ট শুরু হয়েছে’ বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। এখন পর্যন্ত যাত্রার যতটুকু এগিয়েছেন, তার পর্যালোচনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো অনেকদূর এগিয়ে গেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে ১৫-২০ বছরে যেই জায়গায় পৌঁছায় বা ১০ বছরে; আমরা কিন্তু সেটাতে অলরেডি পৌঁছে গেছি। এই কারণে আমি ১০ বছর বলতেছি। কারণ গণভ্যুত্থান আমাদের ১০ বছর এগিয়ে দিয়েছে, ১৫ বছর এগিয়ে দিয়েছে। বাকিটা এখন আমাদের করতে হবে। জনগণ আমাদের সেই সুযোগটা দিয়েছে, দায়িত্বটা দিয়েছে। বাকিটা আমাদের দক্ষতা আমাদের যোগ্যতা, সততা ও নিষ্ঠার বিষয়।’
রাজনীতিতে ‘প্রতিষ্ঠিত হওয়ার’ এই লক্ষ্য জুলাই আন্দোলনের আগে থেকে নেওয়া নাকি রাজনৈতিক দল গঠন করার পরে; জানতে চাইলে তিনি বলেন, ‘৫ আগস্টের আগে একেবারে এভাবে ভাবছি, এরকম না। তখন আমাদের একটু ভিন্ন স্ট্র্যাটেজি ছিল, পরিকল্পনা ছিল। কারণ এই ফ্যাসিবাদ কখন, কীভাবে যাবে; আমরা তো কেউই নিশ্চিত ছিলাম না। তবে রাজনীতিতে আমরা থাকবো বা জাতীয় রাজনীতির পরিবর্তন হবে, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম। ৫ আগস্টের পরেই মূলত এই ভাবনা আরো দৃঢ় হয়, এটা আমার ব্যক্তিগত ভাবনা। হয়তো আমার দল থাকবে (নিজে রাজনীতি ছেড়ে দিলেও)। কিন্তু আমি ১০ বছরের মধ্যে এই দলকে সরকার নিয়ে যাব, এটা আমার লক্ষ্য।’