নাজিব আহসানের আকস্মিক মৃত্যুতে স্ট্রিম পরিবার গভীরভাবে শোকাহত।
যাত্রা শুরু করল নতুন সময়ের স্বাধীন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম। তথ্যযাচাই ও পক্ষপাতহীন বিশ্লেষণের মধ্য দিয়ে ঢাকা স্ট্রিম সঠিক সংবাদ উপস্থাপন করায় প্রতিশ্রুতিবদ্ধ। সততার প্রশ্নে আপোষহীনতাই ঢাকা স্ট্রিমের শক্তি। ঢাকা স্ট্রিম চায় সবাইকে নিয়ে, একসঙ্গে পথ চলতে। সময়ের নতুন প্রবাহের সঙ্গে থাকুন।