leadT1ad

কিউএস র‌্যাংকিং: দেশসেরা ঢাবি, অন্য বিশ্ববিদ্যালয়ের অবস্থান কেমন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র‌্যাংকিংয়ে এশিয়ার সেরা দেড় হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে বাংলাদেশের ৪৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। র‌্যাংকিংয়ে স্থান পাওয়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), অবস্থান ১৩২তম।

এর আগে চলতি বছরেরই জুনে বৈশ্বিক র‌্যাংকিং প্রকাশ করেছিল কিউএস। বৈশ্বিক র‌্যাংকিংয়ে ৫৮৪তম অবস্থানে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

মহাদেশীয় র‌্যাংকিং অনুযায়ী, এশিয়ার শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হলো দি ইউনিভার্সিটি অব হংকং, দ্বিতীয় চীনের পিকিং ইউনিভার্সিটি এবং যৌথভাবে তৃতীয় নানইয়াং টেকনোলজি ইউনিভার্সিটি সিঙ্গাপুর ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।

দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় মহাদেশীয় র‌্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে। বাকি ২১টি প্রাইভেট ও দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই স্থান করে নিয়ে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়; অবস্থান ১৪৯তম। এছাড়া ১৬৫তম অবস্থানে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দেশে তৃতীয়।

এরপর আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২২১), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (২৬০), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩০৪), রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩১২), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৩৭, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৭৮ ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৮৫)।

কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থান কেমন

দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের বাইরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে ৪১৪তম অবস্থানে। খুলনা বিশ্ববিদ্যালয় ৪৫৪তম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৭০তম, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ৪৮৬তম অবস্থানে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৬৪৬তম ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ৬৮৭তম স্থান।

৮০১ থেকে ৮৫০তম অবস্থানে আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ৮৫১ থেকে ৯০০তম অবস্থানের মধ্যে আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এশিয়ার বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ের ১১০১ থেকে ১২০০ অবস্থানে স্থান পেয়েছে চট্টগ্রাম গভমেন্ট ভেটেরিনারি কলেজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়া ১২০১ থেকে ১৩০০তম অবস্থানে আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

র‌্যাংকিংয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবস্থান কেমন

র‌্যাংকিং অনুযায়ী দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কিউএস র‌্যাংকিংয়ের এশিয়ার ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় পরবর্তী পাঁচ প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৪৯১তম, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৫১৮তম, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ৫৭৪তম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ৬৪৪তম ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬৫১তম।

এছাড়া সাউথইস্ট ইউনিভার্সিটি (৭৪১-৭৫০), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৭৭১-৭৮০), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ (৭৮১-৭৯০), ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (৯০১-৯৫০), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১০০১-১১০০), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (১০০০১-১১০০), গ্রিন ইউনিভার্সিটি (১২০১-১৩০০), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং (১২০১-১৩০০), গণ বিশ্ববিদ্যালয় (১৩০১-১৪০০), ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (১৩০১-১৪০০), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (১৪০১-১৫০০), উত্তরা ইউনিভার্সিটি (১৪০১-১৫০০) এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় (১৪০১-১৫০০)।

এর বাইরে গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির অবস্থান ৪৪৮তম এবং চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অবস্থান ৮০১-৮৫০ এর মধ্যে রয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত