রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি মামলায় জিয়া সাইবার ফোর্সের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হলে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
কারাগারে নেওয়া ব্যক্তিদের মধ্যে মো. ফরহাদ হোসেন সোহাগ (৩০) জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলার পাট্টা ইউনিয়নের জাগির কয়া গ্রামের বাসিন্দা। অপরজন একই ইউনিয়নের জোনা গ্রামের বাসিন্দা অসিম বালা ওরফে অসিত (২০)।
এর আগে শনিবার (১ নভেম্বর) পাংশার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চাঁদাবাজির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে গত সোমবার (৩ নভেম্বর) থানায় তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ভুক্তভোগী শিক্ষক সমর কুমার দাস।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার জোনা গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক সমর দাসের বাড়িতে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রবেশ করে মুখোশধারী চারজন সশস্ত্র ব্যক্তি। তারা পরিবারের সদস্যদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় সমর দাসের স্ত্রী, ছেলে ও মেয়েকে মারধর করে আহত করে তারা। এ সময় তারা জোর করে বাড়িতে থাকা নগদ ১ লাখ টাকা ও একটি দাবি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় সোমবার থানায় একটি মামলা দায়ের করা হয়।
এদিকে মামলার পর পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করেন। রাত পৌনে ১২টার দিকে ফরহাদ হোসেন সোহাগকে পাট্টা বাজার এলাকা থেকে এবং রাত সোয়া ১২টার দিকে অসিত বালাকে জোনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাতে গ্রেপ্তার আসামিদের আজ (বুধবার) দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়। পরে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত।’