.png)

স্ট্রিম প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাইযোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে।
বুধবার রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাইযোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণের’ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশের স্বার্থেই জুলাইযোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হওয়া প্রয়োজন। মিডিয়ায় ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাঁদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ‘এখনো মিডিয়াতে আওয়ামী লীগের লোকেরা বসে আছেন। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। মিডিয়াতে দ্বিতীয় বা তৃতীয় লেয়ারের সবাই মোটামুটি আওয়ামী লীগের অনুসারী। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৩০০ জন প্রশিক্ষণার্থীরকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এসময় উপদেষ্টা জুলাইযোদ্ধা, শহিদ পরিবার ও গণঅভ্যুত্থান অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানান।
জুলাইযোদ্ধাদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, ‘আপনারা চেতনা, মননে ও প্রেরণায় ‘জুলাইযোদ্ধা’। কর্মক্ষেত্রে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় আপনাদের সৃজনশীল কাজের চেয়ে যেন বড়ো হয়ে না ওঠে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। পেশাগত জায়গায় আপনাদের ভূমিকা হবে সত্যের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে।’
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হক। শেষে ১৬ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাইযোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে।
বুধবার রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাইযোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণের’ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশের স্বার্থেই জুলাইযোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হওয়া প্রয়োজন। মিডিয়ায় ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাঁদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ‘এখনো মিডিয়াতে আওয়ামী লীগের লোকেরা বসে আছেন। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। মিডিয়াতে দ্বিতীয় বা তৃতীয় লেয়ারের সবাই মোটামুটি আওয়ামী লীগের অনুসারী। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৩০০ জন প্রশিক্ষণার্থীরকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এসময় উপদেষ্টা জুলাইযোদ্ধা, শহিদ পরিবার ও গণঅভ্যুত্থান অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানান।
জুলাইযোদ্ধাদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, ‘আপনারা চেতনা, মননে ও প্রেরণায় ‘জুলাইযোদ্ধা’। কর্মক্ষেত্রে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় আপনাদের সৃজনশীল কাজের চেয়ে যেন বড়ো হয়ে না ওঠে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। পেশাগত জায়গায় আপনাদের ভূমিকা হবে সত্যের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে।’
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হক। শেষে ১৬ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়।
.png)

জনগণের নতুন বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান চায় বামপন্থী সাত দল। নতুন এই বিকল্প শক্তির উত্থানে বাম গণতান্ত্রিক জোটের ছয় দল ও বাংলাদেশ জাসদ মিলে আগামী ২৯ নভেম্বর জাতীয় কনভেনশনের আয়োজন করতে যাচ্ছে।
২ মিনিট আগে
রাজধানীর তিনটি পৃথক এলাকায় ঘণ্টা তিনেকের ব্যবধানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটিয়েছে।
৮ মিনিট আগে
বরিশালে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। এই পাল্টাপাল্টি হামলায় অর্ধশতাধিক বাস ভাঙচুর ও সড়কে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
২০ মিনিট আগে
প্রকাশনা সংস্থা ঐতিহ্য তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করেছে ‘ঐতিহ্য রাইটার্স ডে’। শনিবারের (১৫ নভেম্বর) এই দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রজন্মের লেখক ও পাঠকের মিলনমেলা ঘটে।
৪০ মিনিট আগে