আট বছর আগে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন ও সহিংসতায় রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হতে হয়। এখনো বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রিত। আবার নতুন করেও অনেকেই আসছেন।
মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের ঢল শুরু হয়েছিল। ২০১৭ সালে সীমান্তচৌকিতে রোহিঙ্গাদের গণহত্যা শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। তখন প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।