leadT1ad

শেখ হাসিনার আইনজীবী হলেন জেডআই খান পান্না

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

হুইল চেয়ারে বসে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসেন আইনজীবী জেড আই খান পান্না। ছবি: ইমরান নাফিস

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্নাকে ‘স্টেট ডিফেন্স’ বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। জেডআই খান পান্না নিজেই এ আবেদনের কথা জানান।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দায়িত্ব নেওয়ার কারণ ব্যাখ্যা করেন জ্যেষ্ঠ এই আইনজীবী। তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। একাত্তরে বঙ্গবন্ধুর আহ্বানে ও তাঁর নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমার কাছে মনে হয়েছে, তাঁর কন্যার (শেখ হাসিনা) “প্রপার ডিফেন্স” (যথাযথ আইনি সুরক্ষা) দরকার।’

আগের আইনজীবীদের প্রতি সম্মান রেখেই জেডআই খান পান্না বলেন, ‘আমি কাউকে ছোট করছি না। তবে আমার মনে হয়েছে তাঁকে আরও ভালোভাবে আইনি সহায়তা দেওয়া প্রয়োজন। সে কারণেই আমি দাঁড়িয়েছি।’

শুরুতে তিনি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার আইনজীবী হিসেবে লড়তে চেয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রথমে বলেছিলাম “অন বি হাফ অব শেখ হাসিনা” (শেখ হাসিনার পক্ষে) লড়ব। কিন্তু বলা হলো, তিনি যেহেতু পলাতক (ফিউজিটিভ), তাই তিনি আইনজীবী নিয়োগ করতে পারেন না। তখন প্রসিকিউশন থেকে বলা হলো স্টেট ডিফেন্স হিসেবে থাকতে। আমি বললাম, আমার কোনো আপত্তি নেই।’

শেখ হাসিনার অন্য একটি মামলায় ইতিমধ্যে ফাঁসির আদেশ হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন সেটা (ফাঁসির রায়) নিয়ে তো আর আমি আপাতত কিছু করতে পারব না।’

শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ হয়েছে কি না—জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘না, না। প্লিজ ডোন্ট আস্ক দ্যাট কোয়েশ্চেন (দয়া করে এই প্রশ্ন করবেন না)।’

এর আগে আজ সকালে গুম ও নির্যাতনের পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলাগুলোতে শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য স্টেট ডিফেন্স নিয়োগের অংশ হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হলো।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত