leadT1ad

‘কেন পদোন্নতি হয়নি’ প্রশ্নে সাবেক আইজিপিকে জিজ্ঞাসাবাদে হেনস্তার অভিযোগ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৮: ৩০
আদালতে এ কে এম শহীদুল হক। ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে তদন্ত সংস্থায় নিয়ে জিজ্ঞাসাবাদের সময় ‘হেনস্তা ও জবরদস্তিমূলক আচরণের’ অভিযোগ তুলেছেন তাঁর আইনজীবী। বিগত সরকারের সময়ে তদন্ত সংস্থার কর্মকর্তাদের কেন পদোন্নতি হয়নি এমন প্রসঙ্গ তুলে শহীদুলের ওপর তদন্ত সংস্থার এক শীর্ষ কর্মকর্তা ক্ষোভ ঝেড়েছেন বলে দাবি করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে স্ট্রিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন শহীদুল হকের আইনজীবী সিফাত মাহমুদ শুভ। এর আগে ট্রাইব্যুনালে এ বিষয়ে একটি আবেদনও করেন তিনি।

আইনজীবী সিফাত মাহমুদ বলেন, ‘আমার ক্লায়েন্টকে (শহীদুল হক) জিজ্ঞাসাবাদের সময় নির্দিষ্ট মামলার বিষয়বস্তুর বাইরে গিয়ে অনেক ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্ন ও হেনস্তা করা হয়েছে। তদন্ত সংস্থার যিনি কো-অর্ডিনেটর আছেন, বিগত সরকারের সময় তাঁর কেন প্রমোশন (পদোন্নতি) হয়নি, সেসব বিষয় নিয়ে তিনি সাবেক আইজিপির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।’

তদন্ত সংস্থার কোন কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ জানতে চাইলে সিফাত মাহমুদ তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর (অ্যাডমিন) মো. আনসার উদ্দিন খান পাঠানের নাম উল্লেখ করেন। তিনি বলেন, ‘জাহাজবাড়ি ও শাপলা চত্বর উভয় মামলায় এখন পর্যন্ত বেশ কয়েকবার (প্রায় তিনবার) তাঁকে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে। প্রতিবারই তদন্ত সংস্থার ওই কর্মকর্তা উপস্থিত থেকে নিজেই এ ধরনের আক্রমণাত্মক আচরণ করেছেন।’

আইনজীবীর দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিধিমালার বিধি ১৬-এর উপবিধি ২-এ স্পষ্ট বলা আছে, কোনো আসামির সঙ্গে জোর-জবরদস্তিমূলক আচরণ, চাপ প্রয়োগ বা কোনো ধরনের হুমকি দেওয়া যাবে না। বিষয়টি আদালতের নজরে এনে আসামির উপস্থিতিতে শুনানির আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।

অভিযোগের প্রমাণের বিষয়ে জানতে চাইলে আইনজীবী সিফাত বলেন, ‘আমরা মক্কেলের নির্দেশেই (ইনস্ট্রাকশন) কাজ করি। মক্কেল যেভাবে তথ্য দিয়েছেন, তার ভিত্তিতেই আবেদনটি করা হয়েছে। আমরা চেয়েছি আসামির উপস্থিতিতে শুনানি হোক। তাহলে ট্রাইব্যুনাল চাইলে তাৎক্ষণিকভাবে আসামির মুখ থেকে বিষয়টি শুনতে পারবেন। কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর এবং ন্যায়বিচারের পরিপন্থী।’

এদিকে প্রসিকিউশন পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে জিজ্ঞাসাবাদের কোনো আবেদন প্রক্রিয়াধীন নেই, তাই এই অভিযোগ এখন সময়োপযোগী নয়। এ প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘ঘটনাটি যেহেতু আগেই ঘটে গেছে, তাই বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা জরুরি ছিল। পরবর্তী ধার্য তারিখে শুনানির সময় আমরা বিস্তারিত জবাব দেব।’

উল্লেখ্য, ট্রাইব্যুনাল আগামী বছরের ২২ জানুয়ারি এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। সাবেক আইজিপি শহীদুল হক বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইসিটি-বিডি মিস কেস ১৩/২০২৫ (জাহাজবাড়ি মামলা) এবং শাপলা চত্বরের ঘটনায় গণহত্যার অভিযোগে তদন্ত চলছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত