leadT1ad

আপিলের রায় না হওয়া পর্যন্ত বিচার শেষ বলা যাবে না: সিপিবি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ২২: ৩৩
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রসঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়নি। সর্বোচ্চ আদালতের আপিলের রায় পাওয়া পর্যন্ত বিচারপ্রক্রিয়া সমাপ্ত হয়েছে বলা যায় না।

আজ বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এ মন্তব্য করে সিপিবি।

বিবৃতিতে বলা হয়, অপরাধ যেই করুক না কেনো তাকে বিচারের সম্মুখীন করতে হবে এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও প্রশ্নমুক্ত হতে হবে। জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সবকিছু সেরূপ আকাঙ্ক্ষানুসারে না হলেও সেই বিচারের সূচনা হয়েছে এবং তার প্রথম রায় ঘোষণা হয়েছে। বিচার প্রক্রিয়া সম্পর্কে কেউ যেন কোনো প্রশ্ন না তুলতে পারে এবং তা যেন ‘প্রতিহিংসা’ অথবা ‘ফাইল ঠিক রাখার’ উদ্দেশ্যে একটি প্রতীকী পদক্ষেপ না হয়; সে বিষয়ে বিশেষভাবে হুঁশিয়ার থাকতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজ, সিপিবি নেতা কমরেড প্রদীপ ভৌমিক, ছাত্র ইউনিয়ন কর্মী রিজভী, তাহের জামান প্রিয়, সাপ্তাহিক একতার কর্মী আতিক, হকারনেতা ইউসুফ সানোয়ার, গার্মেন্ট শ্রমিকনেতা আশরাফুলসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সকল শ্রমজীবী, শিক্ষার্থী, শিশু ও নারী হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করছি।

গত সোমবার (১৭ নভেম্বর) তিনটি ঘটনায় জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোনাওয়ার হোসাইন তামীম গণমাধ্যমকে বলেন, ‘মামলার যেসব আসামি পলাতক আছেন তারা গ্রেপ্তার হওয়া ছাড়া আপিল বিভাগে আপিল করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে ক্ষমতাচ্যুত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপিলের সুযোগ থাকবে না। কেবলমাত্র গ্রেপ্তার হলেই তারা আপিল করতে পারবে।’

এদিকে, আসামি পলাতক থাকা অবস্থায় আপিল করা যায় না কিন্তু সিপিবির বিবৃতিতে আপিলের রায় হওয়া পর্যন্ত বিচার প্রক্রিয়া শেষ হয়েছে বলা যাবে না উল্লেখ করা হয়েছে। কেন আপিলের রায়ের কথা উল্লেখ করা হয়েছে জানতে চাইলে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স স্ট্রিমকে বলেন, ‘এটা আইনগত বিষয়। খুব স্বাভাবিকভাবে আপিলের রায়ই চূড়ান্ত রায়।’

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল বর্তমানে পলাতক রয়েছে, তারা কীভাবে আপিল করবে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা যদি আপিল না করে তাহলে বিচারপ্রক্রিয়া এখানেই শেষ। কিন্তু আপিলের রায়টা হচ্ছে চূড়ান্ত রায়। আমরা সকল অন্যায়ের বিচার চেয়েছি।’

রায় হয়েছে ১৭ নভেম্বর, অন্যান্য রাজনৈতিক দল ওইদিনই অফিসিয়াল বিবৃতি কিংবা প্রতিক্রিয়া জানিয়েছে। সিপিবি দুই দিন পর কেন বিবৃতি দিল জানতে চাইলে প্রিন্স বলেন, ‘বামজোট কিন্তু ওইদিনই প্রতিক্রিয়া জানিয়েছে। আমাদের কাছে যেসব সাংবাদিক ওইদিন প্রতিক্রিয়া জানতে চেয়েছে আমরা তাদের জানিয়েছি। দুই দিন পর প্রতিক্রিয়া জানানোর বিষয়ের সাথে বিশেষ কোনো বিষয়ের সম্পর্ক নেই।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত