leadT1ad

হাসিনার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: বিএনপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ২৩: ৫০
বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা শেখ হাসিনার রায়ে 'ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে' বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানিয়েছে দলটি।

বিএনপি মনে করে, দীর্ঘ ১৬ বছরের গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং ২০১৪ এর ছাত্র-গণহত্যায় রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।

আজ সোমবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে অবস্থিত চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ প্রতিক্রিয়া জানান। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, 'দীর্ঘ ১৬ বছরের ফ্যাসীবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৪ এর ছাত্র-গণহত্যাসহ মর্মন্তিক প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসীবাদ মুক্ত হয়েছে। এই দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শত সহস্র সংগ্রামী মানুষ রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ নাগরিক, যুব, ছাত্র, গণ-গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। অবশেষে ছাত্র-গণহত্যার মাধ্যমে ছাত্র-জনতা-শ্রমিক-নারী-শিশুসহ সহস্রাধিক নাগরিকের আত্মদান, অজস্র, চিরপ্রশান্ত বরফের মধ্য দিয়ে ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী বাকশালী শাসনতন্ত্রের পতন হয়েছে।'

মির্জা ফকরুল আরও বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দোসরকে বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে।'

বিএনপি মহাসচিব বলেন, ওই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত