রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা
স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার সাতজনের সাত দিনের রিমান্ড চেয়ে রোববার রাজবাড়ীর গোয়ালন্দ ও কালুখালী আমলী আদালতের তাঁদের উপস্থাপন করা হয়। বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলেও রিমান্ড আবেদন শুনানির তারিখ এখনো নির্ধারণ হয়নি।
গোয়ালন্দের নুরাল পাগলাই কি ফেসবুকে ভাইরাল হওয়া বিচিত্রার প্রচ্ছদের সেই নূরা পাগলা? কেমন ছিলেন হাইকোর্টের মাজারের সেই নূরা পাগলা? আজম খান কেন ১৯৭৩ সালে তাঁকে নিয়ে গান বানিয়েছিলেন? নূরা পাগলা কেন বলেছিলেন, ‘আমি জেহাদ করব তখন, যখন ইন্ডিয়া এদেশে আসবে, যখন পাকিস্তান এদেশে আসবে।’