আতাউর রহমান রাইহান
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুর এবং তাঁর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনায় সমালোচনার ওঠে। যদিও সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ‘এ ধরনের বর্বরতা সহ্য করা হবে না।’
গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দফায় দফায় দরবারে হামলা করে একদল লোক। তাঁরা ‘শরিয়ত-পরিপন্থীভাবে দাফন’-এর অভিযোগ তুলে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেন। এ ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ‘উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি’র পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। সেখানে পুলিশের দুটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়।
তবে এই হামলা গেল এক বছরে এমন আরও বহু ঘটনার জের উল্লেখ করে ‘নিরাপত্তাহীনতা বোধ’ করার কথা জানিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের পীর ও আশেকানরা। অন্যদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, মাজার-দরবারের মতো জায়গাগুলোতে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালের ২৯ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পীর-ফকিরদের মাজার ও দরবারে ২৯টির মতো হামলা হয়েছে। যদিও মাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছোট-বড় মিলিয়ে এ সময়ে অন্তত অর্ধশতাধিক মাজারে হামলা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে কুমিল্লায়, ১১টি। এ ছাড়া সিরাজগঞ্জে তিনটি, নারায়ণগঞ্জে দুটি, ময়মনসিংহে একটি, সিলেটে তিনটি, ফরিদপুরে একটি, ঢাকায় তিনটি, কুষ্টিয়ায় একটি ও শরীয়তপুরে দুটি।
গত বছরের ১৮ নভেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা বুরহান উদ্দিন (রহ.) নামের মাজার ভেঙে দিয়েছেন এলাকাবাসী। ২৬ নভেম্বর শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে নারায়ণগঞ্জে পুলিশের বিরুদ্ধে বাউল গানের আসর বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ময়মনসিংহে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা-কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর করা হয়ে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হজরত শাহ সৈয়দ আবদুল আজিজ বোগদাদীর (রহ.) মাজারের ৭৫৫তম বার্ষিক ওরস বন্ধ রাখার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। গত ২৮ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন একদল ব্যক্তি। এ সময় কিছু লোকজন ওরসের জন্য তৈরি করা প্যান্ডেল ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে কয়েক শ ব্যক্তি জড়ো হয়ে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে ওরস বন্ধের দাবি জানানো হয়।
গত ৪ মার্চ নেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি মাজারে হামলা হয়েছে। হামলাকারীরা তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভেঙে দিয়েছে। ওই রাতে উপজেলার মাসকা বাজারসংলগ্ন হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত ১৭ মার্চ বরগুনার আমতলী উপজেলায় ইসমাইল শাহ মাজারে বার্ষিক ওরস চলাকালে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাজারের ভেতরের শামিয়ানা ও দুটি বৈঠকখানা পুড়ে গেছে। সেদিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে আমতলী পৌর শহরের বটতলা এলাকার ওই মাজারে এ ঘটনা ঘটে।
গত ২০ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ডে হজরত খাজা কালু (রহ.) মাজার, মসজিদ ও এতিমখানার দানবাক্স ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। দুপুরে উপজেলার উত্তর সলিমপুর এলাকায় মাজার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে পরিচালনা কমিটি। তাঁদের দাবি, দানবাক্স ভাঙচুর ও এতিমখানার দান করা মালামাল লুট করার সিসিটিভি ফুটেজ রয়েছে। মুতাওয়াল্লি দাবি করা একটি পক্ষ এই লুটপাট চালিয়েছে।
গত ১৬ এপ্রিল চুরির অপবাদে ডাকা সালিসে না যাওয়ায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে আবদুল গফুর ও তাঁর ১৫ বছর বয়সী কিশোর ছেলে মেহেদী হাসানকে হত্যা করা হয়। বাবা-ছেলেকে হত্যার পর মানুষকে উসকে দিয়ে পাশের ইউপির সাবেক চেয়ারম্যান ও তাঁর ভাইয়ের বাড়িসহ পাঁচটি বাড়ি এবং একটি মাজারে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।
গত ৪ এপ্রিল সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাউলসন্ধ্যার এক আসর বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দক্ষিণপাড় এলাকায় শুরু হওয়া অনুমতিবিহীন এ আয়োজন রাত সাড়ে ১১টার দিকে বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর নেতৃত্বে জগন্নাথপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল গিয়ে ওই গানের আসর বন্ধ করে দেয়।
জানা গেছে, বন্ধুমহলের ব্যানারে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাউলসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরুষ শিল্পীর পাশাপাশি নারী বাউল শিল্পীদেরও আমন্ত্রণ করা হয়। তাতে এলাকাবাসীর মধ্যে ‘অশ্লীলতা এবং বেহায়াপনার শঙ্কা’র কথা উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান তাঁরা।
সুফিবাদ-বিষয়ক গবেষক ও লেখক সৈয়দ তারিক বলেন, বাংলাদেশে ইসলাম এসেছে পীর-ফকিরদের মাধ্যমে। শাহ সুলতান বলখী মাহিসাওয়ার ও শাহ জালাল (রহ.)-এর মাজার এখানে প্রতিষ্ঠিত। এ ধরনের বহু মাজার আছে এবং এই মাজারকে কেন্দ্র করে একটি ভাবের ধারা এখানে প্রচলিত আছে।
সৈয়দ তারিক বলেন, 'বিরোধী দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। কিন্তু তাই বলে এভাবে মাজার ভেঙে ফেলার ধারণা এসেছে আরবের ওহাবি আন্দোলন থেকে। কিন্তু আমরা চাই, যার যার ধারণা ও বিশ্বাস অনুযায়ী সংস্কৃতি পালন করুক।'
এ সময় পীরের আশেকানদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও তুলে ধরেন ডা. বাবা জাহাঙ্গীর বা-ইমান আল সুরেশ্বরীর এক ভক্ত। তিনি বলেন, 'আমাদের নিরাপত্তা নিয়ে তো শঙ্কা রয়েছেই। যেভাবে হামলা করা হচ্ছে, তাতে যে কেউ যেকোনো সময় বিপদের মুখে পড়তে পারে।'
মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অধ্যাপক সাইদুর রহমান বলেছেন, মাজারে যাওয়া মানুষের স্বাধীনতা রক্ষায় ও তাদের নিরাপত্তা দিতে সরকারের কোনো উদ্যোগ ছিল না। এখন পর্যন্ত তাদের কোনো উদ্যোগ নেই।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা, যিনি নুরাল পাগলা নামেও পরিচিত, তাঁর কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলেছে, ‘এই অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।’
এ ছাড়া গত এক বছরে কতগুলো এমন ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে জানতে চাওয়া পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, সারা দেশে গত একবছরে ৮২টি ঘটনার রেকর্ড রয়েছে তাঁদের কাছে। যার মধ্যে পাঁচটি ঘটনায় মামলা হয়েছে। অন্যগুলোর মামলা হয়নি।
মামলাগুলোতে অনেক আসামিকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে বলেও জানান তিনি।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুর এবং তাঁর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনায় সমালোচনার ওঠে। যদিও সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ‘এ ধরনের বর্বরতা সহ্য করা হবে না।’
গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দফায় দফায় দরবারে হামলা করে একদল লোক। তাঁরা ‘শরিয়ত-পরিপন্থীভাবে দাফন’-এর অভিযোগ তুলে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেন। এ ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ‘উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি’র পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। সেখানে পুলিশের দুটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়।
তবে এই হামলা গেল এক বছরে এমন আরও বহু ঘটনার জের উল্লেখ করে ‘নিরাপত্তাহীনতা বোধ’ করার কথা জানিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের পীর ও আশেকানরা। অন্যদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, মাজার-দরবারের মতো জায়গাগুলোতে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালের ২৯ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পীর-ফকিরদের মাজার ও দরবারে ২৯টির মতো হামলা হয়েছে। যদিও মাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছোট-বড় মিলিয়ে এ সময়ে অন্তত অর্ধশতাধিক মাজারে হামলা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে কুমিল্লায়, ১১টি। এ ছাড়া সিরাজগঞ্জে তিনটি, নারায়ণগঞ্জে দুটি, ময়মনসিংহে একটি, সিলেটে তিনটি, ফরিদপুরে একটি, ঢাকায় তিনটি, কুষ্টিয়ায় একটি ও শরীয়তপুরে দুটি।
গত বছরের ১৮ নভেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা বুরহান উদ্দিন (রহ.) নামের মাজার ভেঙে দিয়েছেন এলাকাবাসী। ২৬ নভেম্বর শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে নারায়ণগঞ্জে পুলিশের বিরুদ্ধে বাউল গানের আসর বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ময়মনসিংহে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা-কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর করা হয়ে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হজরত শাহ সৈয়দ আবদুল আজিজ বোগদাদীর (রহ.) মাজারের ৭৫৫তম বার্ষিক ওরস বন্ধ রাখার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। গত ২৮ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন একদল ব্যক্তি। এ সময় কিছু লোকজন ওরসের জন্য তৈরি করা প্যান্ডেল ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, কুতুববাগ দরবার শরিফের ওরস বন্ধের দাবিতে কয়েক শ ব্যক্তি জড়ো হয়ে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে ওরস বন্ধের দাবি জানানো হয়।
গত ৪ মার্চ নেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি মাজারে হামলা হয়েছে। হামলাকারীরা তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভেঙে দিয়েছে। ওই রাতে উপজেলার মাসকা বাজারসংলগ্ন হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত ১৭ মার্চ বরগুনার আমতলী উপজেলায় ইসমাইল শাহ মাজারে বার্ষিক ওরস চলাকালে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাজারের ভেতরের শামিয়ানা ও দুটি বৈঠকখানা পুড়ে গেছে। সেদিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে আমতলী পৌর শহরের বটতলা এলাকার ওই মাজারে এ ঘটনা ঘটে।
গত ২০ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ডে হজরত খাজা কালু (রহ.) মাজার, মসজিদ ও এতিমখানার দানবাক্স ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। দুপুরে উপজেলার উত্তর সলিমপুর এলাকায় মাজার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে পরিচালনা কমিটি। তাঁদের দাবি, দানবাক্স ভাঙচুর ও এতিমখানার দান করা মালামাল লুট করার সিসিটিভি ফুটেজ রয়েছে। মুতাওয়াল্লি দাবি করা একটি পক্ষ এই লুটপাট চালিয়েছে।
গত ১৬ এপ্রিল চুরির অপবাদে ডাকা সালিসে না যাওয়ায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে আবদুল গফুর ও তাঁর ১৫ বছর বয়সী কিশোর ছেলে মেহেদী হাসানকে হত্যা করা হয়। বাবা-ছেলেকে হত্যার পর মানুষকে উসকে দিয়ে পাশের ইউপির সাবেক চেয়ারম্যান ও তাঁর ভাইয়ের বাড়িসহ পাঁচটি বাড়ি এবং একটি মাজারে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।
গত ৪ এপ্রিল সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাউলসন্ধ্যার এক আসর বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দক্ষিণপাড় এলাকায় শুরু হওয়া অনুমতিবিহীন এ আয়োজন রাত সাড়ে ১১টার দিকে বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর নেতৃত্বে জগন্নাথপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল গিয়ে ওই গানের আসর বন্ধ করে দেয়।
জানা গেছে, বন্ধুমহলের ব্যানারে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাউলসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরুষ শিল্পীর পাশাপাশি নারী বাউল শিল্পীদেরও আমন্ত্রণ করা হয়। তাতে এলাকাবাসীর মধ্যে ‘অশ্লীলতা এবং বেহায়াপনার শঙ্কা’র কথা উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান তাঁরা।
সুফিবাদ-বিষয়ক গবেষক ও লেখক সৈয়দ তারিক বলেন, বাংলাদেশে ইসলাম এসেছে পীর-ফকিরদের মাধ্যমে। শাহ সুলতান বলখী মাহিসাওয়ার ও শাহ জালাল (রহ.)-এর মাজার এখানে প্রতিষ্ঠিত। এ ধরনের বহু মাজার আছে এবং এই মাজারকে কেন্দ্র করে একটি ভাবের ধারা এখানে প্রচলিত আছে।
সৈয়দ তারিক বলেন, 'বিরোধী দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। কিন্তু তাই বলে এভাবে মাজার ভেঙে ফেলার ধারণা এসেছে আরবের ওহাবি আন্দোলন থেকে। কিন্তু আমরা চাই, যার যার ধারণা ও বিশ্বাস অনুযায়ী সংস্কৃতি পালন করুক।'
এ সময় পীরের আশেকানদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও তুলে ধরেন ডা. বাবা জাহাঙ্গীর বা-ইমান আল সুরেশ্বরীর এক ভক্ত। তিনি বলেন, 'আমাদের নিরাপত্তা নিয়ে তো শঙ্কা রয়েছেই। যেভাবে হামলা করা হচ্ছে, তাতে যে কেউ যেকোনো সময় বিপদের মুখে পড়তে পারে।'
মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অধ্যাপক সাইদুর রহমান বলেছেন, মাজারে যাওয়া মানুষের স্বাধীনতা রক্ষায় ও তাদের নিরাপত্তা দিতে সরকারের কোনো উদ্যোগ ছিল না। এখন পর্যন্ত তাদের কোনো উদ্যোগ নেই।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা, যিনি নুরাল পাগলা নামেও পরিচিত, তাঁর কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলেছে, ‘এই অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।’
এ ছাড়া গত এক বছরে কতগুলো এমন ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে জানতে চাওয়া পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, সারা দেশে গত একবছরে ৮২টি ঘটনার রেকর্ড রয়েছে তাঁদের কাছে। যার মধ্যে পাঁচটি ঘটনায় মামলা হয়েছে। অন্যগুলোর মামলা হয়নি।
মামলাগুলোতে অনেক আসামিকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে বলেও জানান তিনি।
দেশে বেকারদের মধ্যে সবচেয়ে বেশি স্নাতক ডিগ্রিধারী। ঢাকায় বেকারদের সংখ্যা অন্যান্য বিভাগের তুলনায় চেয়ে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ থেকে এমন তথ্য পাওয়া গেছে।
৫ মিনিট আগেজুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সপ্তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
২৯ মিনিট আগেসচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক (এসইউপি) মুক্ত করতে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
১ ঘণ্টা আগেনির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খাাস
১ ঘণ্টা আগে