.png)

স্ট্রিম প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ নিয়ে দুইটি পৃথক ব্যালটে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই প্রস্তাব করেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, গণভোটে থাকবে দুইটি ব্যালট। প্রথম ব্যালটে থাকবে এমন সংস্কার প্রস্তাব যেগুলোতে চার বা তার কম রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর দ্বিতীয় ব্যালটে থাকবে পাঁচ বা ততোধিক দলের আপত্তি থাকা প্রস্তাবগুলো।
এছাড়া সংবিধান সংস্কার পরিষদের ২৭০ দিনের মেয়াদ সমর্থন করে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গণভোটটি আগামী জাতীয় নির্বাচনের দিনই আয়োজন করা হোক। জুলাই সনদকে রাজনৈতিক দরকষাকষি নয় বরং জনগণের ইচ্ছার দলিল হিসেবে বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন, ‘জুলাই সনদ ছিল জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন, কিন্তু তা এখন রাজনৈতিক দরকষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে। জনগণের মতামত যাচাইয়ে গণভোটই একমাত্র গণতান্ত্রিক পথ বলে মনে করি আমরা।’
‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ’ বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক প্লাটফরম। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাকর্মীদের একটি অংশ এই রাজনৈতিক সংগঠনটি গঠন করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পর আপ বাংলাদেশ হলো দ্বিতীয় রাজনৈতিক কোন গোষ্ঠী যা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে তৈরি হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ নিয়ে দুইটি পৃথক ব্যালটে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই প্রস্তাব করেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, গণভোটে থাকবে দুইটি ব্যালট। প্রথম ব্যালটে থাকবে এমন সংস্কার প্রস্তাব যেগুলোতে চার বা তার কম রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর দ্বিতীয় ব্যালটে থাকবে পাঁচ বা ততোধিক দলের আপত্তি থাকা প্রস্তাবগুলো।
এছাড়া সংবিধান সংস্কার পরিষদের ২৭০ দিনের মেয়াদ সমর্থন করে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গণভোটটি আগামী জাতীয় নির্বাচনের দিনই আয়োজন করা হোক। জুলাই সনদকে রাজনৈতিক দরকষাকষি নয় বরং জনগণের ইচ্ছার দলিল হিসেবে বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন, ‘জুলাই সনদ ছিল জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন, কিন্তু তা এখন রাজনৈতিক দরকষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে। জনগণের মতামত যাচাইয়ে গণভোটই একমাত্র গণতান্ত্রিক পথ বলে মনে করি আমরা।’
‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ’ বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক প্লাটফরম। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাকর্মীদের একটি অংশ এই রাজনৈতিক সংগঠনটি গঠন করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পর আপ বাংলাদেশ হলো দ্বিতীয় রাজনৈতিক কোন গোষ্ঠী যা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে তৈরি হয়েছে।
.png)

আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অনলাইনভিত্তিক প্লাটফর্মগুলোতে রাজনৈতিক অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে যেখানে যাচাইকৃত মোট ভুয়া তথ্যের অর্ধেকেরও কম ছিল রাজনৈতিক, সেখানে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই-তৃতীয়াংশে (
১০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গ্রেপ্তার হয়েছে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ (৭৫)।
২২ মিনিট আগে
জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পৃষ্ঠা জাতীয় ঐকমত্য কমিশনে জমা হয়নি বলে অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। একে ‘প্রতারণামূলক কাজ’ বলেও মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
শেখ হাসিনা পালিয়ে গেছে বলার পরও গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় মানুষের ওপর পুলিশ গুলি চালায়। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জবানবন্দিতে এ তথ্য দেন ওইদিন পুলিশের গুলিতে আহত সানি মৃধা ওরফে সোহান মৃধা।
২ ঘণ্টা আগে