.png)

স্ট্রিম প্রতিবেদক

জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পৃষ্ঠা জাতীয় ঐকমত্য কমিশনে জমা হয়নি বলে অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। একে ‘প্রতারণামূলক কাজ’ বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ গফুর মল্লিককে (৮০) বিএনপির পক্ষ থেকে সহায়তা পৌঁছে দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর হলো, সব রাজনৈতিক দল স্বাক্ষরের কাগজটি যখন চূড়ান্তভাবে জমা দিলে, জাতীয় ঐক্যমত কমিশনের যাঁরা দায়িত্বে আছেন, দেখা গেল বিএনপি যে পাতা স্বাক্ষর করেছে, ওই পাতা নেই, অন্যপাতা যুক্ত করা হয়েছে। এটা দুঃখজনক। ড. মুহাম্মদ ইউনূসকে সবাই সম্মান করে। তাঁর নেতৃত্বে সরকারকে তো বিএনপিসহ আন্দোলনরত সব দল সাপোর্ট করে। তাঁর গঠন করা বিভিন্ন কমিশনের দ্বারা এ ধরনের প্রতারণামূলক কাজ হবে এটা মানুষ আশা করেনি।
জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংশোধন নয় বাতিল করতে হবে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদে ৪৭-৪৮টি ধারা রয়েছে, তার মধ্যে কিছু ধারার আইনি ভিত্তি দিতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এখন সংবিধানে আছে এক কক্ষবিশিষ্ট পার্লামেন্ট। একে যদি দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট করতে হয়, তাহলে তো সংবিধান সংশোধন করতে হবে। আর কিছু প্রস্তাব আছে, যা বাস্তবায়নে সংবিধান বাতিল করতে হবে।
জাতীয় সংসদ গঠনের ২৭০ দিন পর জুলাই জাতীয় সনদ অটোপাসের প্রস্তাবের সমালোচনা করে রিজভী বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যেটা অত্যন্ত জরুরি, জনমতের প্রতিফলন নিশ্চিত করার জন্য যে সংশোধনগুলো প্রয়োজন সেটা করতে হবে। কিন্তু বলা হয়েছে, পার্লামেন্ট গঠনের পর ২৭০ দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ-২০২৫ যদি পাস না হয়, তাহলে সেটা অটোমেটিক পাস হবে। তাহলে আলাপ আলোচনার কী দরকার ছিল? গণভোটের কী দরকার? কোনো দরকার নাই। পার্লামেন্টে উত্থাপনেরও দরকার নাই।’
বিএনপির এ নেতা বলেন, পৃথিবীর কোনো দেশে এ ধরনের কোনো ঘটনা নেই। এটা কেবল এককেন্দ্রিক, একদলীয় কর্তৃত্ববাদী দেশে সম্ভব।
সম্প্রতি জন্মান্ধ গফুর মল্লিকের জীবন নিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তাঁর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ -এর প্রধান উপদেষ্টা রিজভীসহ অন্য নেতারা গফুর মল্লিকের বাড়িতে যান।
এ সময় রিজভী বলেন, ‘রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বৃদ্ধ গফুর মল্লিক বেঁচে থাকার সংগ্রামে লড়ছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারেক রহমানের নির্দেশে “আমরা বিএনপি পরিবার” সংগঠনের একটি প্রতিনিধি দল গফুর মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, গফুর মল্লিক জীবনের অধিকাংশ সময় বাসে ও ট্রেনে ফেরি করে নারকেলের নাড়ু, হজমি ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। যিনি কখনোই ভিক্ষা করতে চাননি। বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন এবং শরীরের অধিকাংশ শক্তি হারিয়ে ফেলেছেন। স্ত্রী তাঁকে সাহায্য করেন। তাঁদের কোনো সন্তান নেই।

জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পৃষ্ঠা জাতীয় ঐকমত্য কমিশনে জমা হয়নি বলে অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। একে ‘প্রতারণামূলক কাজ’ বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ গফুর মল্লিককে (৮০) বিএনপির পক্ষ থেকে সহায়তা পৌঁছে দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর হলো, সব রাজনৈতিক দল স্বাক্ষরের কাগজটি যখন চূড়ান্তভাবে জমা দিলে, জাতীয় ঐক্যমত কমিশনের যাঁরা দায়িত্বে আছেন, দেখা গেল বিএনপি যে পাতা স্বাক্ষর করেছে, ওই পাতা নেই, অন্যপাতা যুক্ত করা হয়েছে। এটা দুঃখজনক। ড. মুহাম্মদ ইউনূসকে সবাই সম্মান করে। তাঁর নেতৃত্বে সরকারকে তো বিএনপিসহ আন্দোলনরত সব দল সাপোর্ট করে। তাঁর গঠন করা বিভিন্ন কমিশনের দ্বারা এ ধরনের প্রতারণামূলক কাজ হবে এটা মানুষ আশা করেনি।
জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংশোধন নয় বাতিল করতে হবে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদে ৪৭-৪৮টি ধারা রয়েছে, তার মধ্যে কিছু ধারার আইনি ভিত্তি দিতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এখন সংবিধানে আছে এক কক্ষবিশিষ্ট পার্লামেন্ট। একে যদি দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট করতে হয়, তাহলে তো সংবিধান সংশোধন করতে হবে। আর কিছু প্রস্তাব আছে, যা বাস্তবায়নে সংবিধান বাতিল করতে হবে।
জাতীয় সংসদ গঠনের ২৭০ দিন পর জুলাই জাতীয় সনদ অটোপাসের প্রস্তাবের সমালোচনা করে রিজভী বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যেটা অত্যন্ত জরুরি, জনমতের প্রতিফলন নিশ্চিত করার জন্য যে সংশোধনগুলো প্রয়োজন সেটা করতে হবে। কিন্তু বলা হয়েছে, পার্লামেন্ট গঠনের পর ২৭০ দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ-২০২৫ যদি পাস না হয়, তাহলে সেটা অটোমেটিক পাস হবে। তাহলে আলাপ আলোচনার কী দরকার ছিল? গণভোটের কী দরকার? কোনো দরকার নাই। পার্লামেন্টে উত্থাপনেরও দরকার নাই।’
বিএনপির এ নেতা বলেন, পৃথিবীর কোনো দেশে এ ধরনের কোনো ঘটনা নেই। এটা কেবল এককেন্দ্রিক, একদলীয় কর্তৃত্ববাদী দেশে সম্ভব।
সম্প্রতি জন্মান্ধ গফুর মল্লিকের জীবন নিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তাঁর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ -এর প্রধান উপদেষ্টা রিজভীসহ অন্য নেতারা গফুর মল্লিকের বাড়িতে যান।
এ সময় রিজভী বলেন, ‘রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বৃদ্ধ গফুর মল্লিক বেঁচে থাকার সংগ্রামে লড়ছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারেক রহমানের নির্দেশে “আমরা বিএনপি পরিবার” সংগঠনের একটি প্রতিনিধি দল গফুর মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, গফুর মল্লিক জীবনের অধিকাংশ সময় বাসে ও ট্রেনে ফেরি করে নারকেলের নাড়ু, হজমি ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। যিনি কখনোই ভিক্ষা করতে চাননি। বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন এবং শরীরের অধিকাংশ শক্তি হারিয়ে ফেলেছেন। স্ত্রী তাঁকে সাহায্য করেন। তাঁদের কোনো সন্তান নেই।
.png)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, তদন্ত শেষে সরকার প্রতিবেদন প্রকাশ করবে।
৩ ঘণ্টা আগে
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’র সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে আপিলের সুযোগ রাখতে সরকার ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ গঠন করেছে।
৩ ঘণ্টা আগে
আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অনলাইনভিত্তিক প্লাটফর্মগুলোতে রাজনৈতিক অপপ্রচার আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে যেখানে যাচাইকৃত মোট ভুয়া তথ্যের অর্ধেকেরও কম ছিল রাজনৈতিক, সেখানে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই-তৃতীয়াংশে (
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গ্রেপ্তার হয়েছে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ (৭৫)।
৪ ঘণ্টা আগে