গোয়ালন্দের নুরাল পাগলাই কি ফেসবুকে ভাইরাল হওয়া বিচিত্রার প্রচ্ছদের সেই নূরা পাগলা? কেমন ছিলেন হাইকোর্টের মাজারের সেই নূরা পাগলা? আজম খান কেন ১৯৭৩ সালে তাঁকে নিয়ে গান বানিয়েছিলেন? নূরা পাগলা কেন বলেছিলেন, ‘আমি জেহাদ করব তখন, যখন ইন্ডিয়া এদেশে আসবে, যখন পাকিস্তান এদেশে আসবে।’
গৌতম কে শুভ
সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরিফে হামলা, ভাঙচুর আর কবর থেকে তাঁর লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। এরপর ফেসবুকে ভাইরাল হয়ে যায় ১৯৭৩ সালের ১০ আগস্টের সাপ্তাহিক বিচিত্রা’র প্রচ্ছদ ‘নূরা পাগলা ও আজম: সংগীতে আধ্যাত্মিক প্রেরণা’।
প্রচ্ছদের ছবিতে দেখা যাচ্ছে রকস্টার আজম খান ও তাঁর ব্যান্ড উচ্চারণের সদস্যদের সঙ্গে নূরা পাগলার ছবি। এই ছবিকে ঘিরে শুরু হয় তর্ক-বিতর্ক। কেউ বলেন, গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলাই আসলে বিচিত্রার সেই ‘নূরা পাগলা’। আবার অনেকে বলেন, দুজন একেবারেই আলাদা মানুষ। ফেসবুকজুড়ে চলে পক্ষে-বিপক্ষে মন্তব্যের ঝড়।
বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, গোয়ালন্দের নুরাল পাগলা আর বিচিত্রার প্রচ্ছদের নূরা পাগলা এক নন। বিচিত্রায় যার ছবি দেখা যাচ্ছে, তিনি সত্তরের দশকের হাইকোর্টের মাজারের বিখ্যাত মুখ নূরা পাগলা।
১৯৭২ সালের দিকে আজম খানের সঙ্গে পরিচয় হয় নূরা পাগলার। সে সময় আজম খান নতুন ধারার গান নিয়ে সবে শহরের সাউন্ডস্কেপে হাজির হতে শুরু করেছেন। তাঁর গানের কথায় তখন আধ্যাত্মিকতার ছোঁয়া স্পষ্ট। সেই আধ্যাত্মিক ভাবনার উৎস ছিল হাইকোর্টের মাজারের সেই ‘ফকির’ নূরা পাগলা। ১৯৭৩ সালে আজম খান তাঁকে নিয়ে গানও বানান—
১৯৭৩ সালের প্রকাশিত ‘বিচিত্রা’য় নূরা পাগলায় বয়স লেখা হয়েছিল আশির ওপরে। তবে সত্তরের দশকে হাইকোর্টের মাজারে যাঁরা নূরা পাগলাকে দেখেছেন, তাঁদের মতে তখন তাঁর বয়স ছিল ৬০ বছরের আশেপাশে। বিচিত্রার ছবি ও বিদেশি এক ফটোগ্রাফারের তোলা নূরা পাগলার ছবিতে সেই বয়সের ছাপ পাওয়া যায়।
গোয়ালন্দের নুরাল পাগলা মারা যান এ বছরের ২৩ আগস্ট। পত্রিকার খবরে জানা যায়, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। অন্যদিকে, হাইকোর্টের নূরা পাগলার মৃত্যু হয়েছে বহু বছর আগেই। জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার পারভেজ হালিম ফেসবুকে জানিয়েছেন, ‘২০০৮ সালের দিকে সর্বশেষ জেনেছিলাম, নূরা পাগলা অসুস্থ। গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্ভবত ওই সময়ে বা তার কিছু পরে তিনি মারা যান।’
কবি সৈয়দ তারিকের ২০১৮ সালের লেখা থেকে জানা যায়, হাইকোর্ট পর্ব শেষে নূরা পাগলা থাকতেন ঢাকার রামপুরায়। রামপুরা এলাকার কয়েকজন বাসিন্দার ফেসবুক পোস্ট অনুসারে, রামপুরা টিভি সেন্টারের পেছনের দিকে নূরা পাগলার মাজার।
অর্থাৎ ফেসবুকে ঘুরে বেড়ানো সেই প্রচ্ছদের নূরা পাগলা আর গোয়ালন্দের নুরাল পাগলা এক ব্যক্তি নন। এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়া যায়।
ঢাকার হাইকোর্টের মাজারের নূরা পাগলা ছিলেন অদ্ভুত এক চরিত্র। মাজারপাড়া ঘুরে বেড়ানো মানুষের কাছে তিনি খুবই পরিচিত ছিলেন। তাঁর শিষ্যদের সঙ্গে তিনি গাইতেন দেহতত্ত্বের গান, অনেকটা বাউল ধারার মতো। ঢোল আর দেশি বাদ্যযন্ত্রের তালে তালে জমে যেত আসর। মাঝেমধ্যে জিকির করতে করতে হঠাৎ লাফিয়ে উঠতেন, কখনো গান গাইতে গাইতে সবকিছু ভুলে যেতেন।
নূরা পাগলা বলেছিলেন, ‘গান গাইবার সময় বুকের ভেতর কান্না জমতে থাকে।’ নূরা পাগলা ও তাঁর ‘সম্প্রদায়ের’ গানে ছিল আলাদা মৌলিকত্ব। তা আজম খানও স্বীকার করেছেন। আজম খানের বাংলা ঝাঁকি (পড়ুন-রক) সংগীতে যে আধ্যাত্মিকতার ছোঁয়া পাওয়া যায়, তা কিছুটা নূরা পাগলার থেকেই এসেছে।
হাইকোর্টের মাজারে নূরা পাগলার প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায় ১৯৭৩ সালের ১০ আগস্ট প্রকাশিত সাপ্তাহিক বিচিত্রার। বিচিত্রা লিখেছিল, ‘যাঁরা ঢাকায় থাকেন তাঁদের কাছে বৃহিস্পতিবারের হাইকোর্ট মাজার অচেনা কিছু নয়। একজন ফকিরের মাজারকে ঘিরে যেভাবে একটি মেলা ক্রমশ বিস্তৃত হয়েছে শহরবাসীদের অনেকেই তা সুনজরে দেখছেন না। যদিও মাজারে দর্শনার্থীদের গাড়ির লম্বা সারিতে একাধিক মার্সিডিজ, বিউইক, ফ্যালকন রয়েছে। মাজারে ঢোকার পথেই দর্শনার্থীরা নূরা পাগলার দর্শন লাভ করেন।’
১৯৭৩ সালে নূরা পাগলা দাবি করেছিলেন, সারা দেশে তাঁর ২৭ হাজার শিষ্য আছে। সন্তান কামনা কিংবা দুরারোগ্য রোগ—সব সমস্যার সমাধান মিলবে তাঁর কাছে, এমন বিশ্বাসে নূরা পাগলার কাছে ভিড় জমাতেন অসংখ্য মানুষ। শিষ্যরা তাঁর ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করত। এমনকি তিনি যে চটের বস্তায় বসতেন, সেটার সুতাও নাকি বিক্রি হতো চড়া দামে!
নূরা পাগলাকে ঘিরে নানা গল্প বাজারে প্রচলিত ছিল। বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় শিরোনামও হয়েছেন। কেউ বলত গুপ্তচর, কেউ বলত আসল ফকির। অভিযোগ ছিল, তিনি ও তাঁর শিষ্যরা মাজারে গাঁজার আসর বসান। তবে নূরা পাগলার জবাব ছিল স্পষ্ট, ‘আমি গাঁজা খাই না, পীরের নিষেধ আছে।’
নোয়াখালীতে জন্ম নেওয়া নূরা পাগলা পড়াশোনা কতদূর করেছিলেন জানা যায়নি। তবে কথার মধ্যে প্রচুর ইংরেজি বলতেন। ফকিরিতে আসার আগে তাঁর পেশা নিয়ে বিচিত্রা সঠিক কিছু বলতে পারেনি। দুটি জনশ্রুতির কথা বিচিত্রা লিখেছিল, তিনি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ আর্মিতে চাকরি করেছিলেন। আবার শিষ্যরা অনেকে বলতেন, তিনি একসময় পুলিশের সাব-ইন্সপেক্টর ছিলেন।
ভারতে আজমিরের খাজা বাবার দরগায় গিয়ে এক ফকিরের শিষ্যত্ব নিয়েছিলেন নূরা পাগলা। তিনি দাবি করতেন, চিকিৎসার সময় সেই ফকির তাঁর ভেতর ভর করতেন। বিচিত্রার প্রতিবেদন থেকে তাঁর চিকিৎসার ধরন সম্পর্কেও জানা যায়। রোগীকে পাটিতে শুইয়ে তাঁর বুকের ওপর বসতেন। হাতজোড় করে মাজারের দিকে মুখ করে আবার উঠে পড়তেন। এরপর আবার বসতেন, আবার উঠতেন।
নূরা পাগলার ভবিষ্যদ্বাণী মিলে যায়, এমন কথাও বাজারে চালু ছিল। ১৯৭০ সালে নূরা পাগলা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘নির্বাচনে শেখ মুজিব জিতবেন।’ এ কারণে আলবদর বাহিনী তাঁকে ও তাঁর শিষ্যদের বেধড়ক পিটিয়েছিল। আবার ১৯৭৩ সালে তাঁর করা এক ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়। তিনি বলেছিলেন, ‘আগামী ১০ বছরেও শেখ মুজিবের কিছু হবে না।’
নূরা পাগলা রাজনীতি নিয়ে ভালো ধারণা রাখতেন। ছিলেন রাজনীতি সচেতনও। তিনি বলেছিলেন, ‘আমার দেশের ভেতর যাঁরা গদি নিয়ে কাড়াকাড়ি করছে, তাঁদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আজ শেখ গিয়ে ভাসানী আসুক, কাল আবার ভাসানী গিয়ে শেখ আসুক, আমার তাতে মাথাব্যাথা নেই। আমি জেহাদ করব তখন, যখন ইন্ডিয়া এদেশে আসবে, যখন পাকিস্তান এদেশে আসবে।’
* সাপ্তাহিক ‘বিচিত্রা’র ‘নূরা পাগলা ও আজম: সংগীতে আধ্যাত্মিক প্রেরণা’ সংখ্যাটি আমাদের দিয়েছেন ‘বাংলার রক মেটাল’ বইয়ের লেখকদ্বয় মিলু আমান ও হক ফারুখ। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরিফে হামলা, ভাঙচুর আর কবর থেকে তাঁর লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। এরপর ফেসবুকে ভাইরাল হয়ে যায় ১৯৭৩ সালের ১০ আগস্টের সাপ্তাহিক বিচিত্রা’র প্রচ্ছদ ‘নূরা পাগলা ও আজম: সংগীতে আধ্যাত্মিক প্রেরণা’।
প্রচ্ছদের ছবিতে দেখা যাচ্ছে রকস্টার আজম খান ও তাঁর ব্যান্ড উচ্চারণের সদস্যদের সঙ্গে নূরা পাগলার ছবি। এই ছবিকে ঘিরে শুরু হয় তর্ক-বিতর্ক। কেউ বলেন, গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলাই আসলে বিচিত্রার সেই ‘নূরা পাগলা’। আবার অনেকে বলেন, দুজন একেবারেই আলাদা মানুষ। ফেসবুকজুড়ে চলে পক্ষে-বিপক্ষে মন্তব্যের ঝড়।
বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, গোয়ালন্দের নুরাল পাগলা আর বিচিত্রার প্রচ্ছদের নূরা পাগলা এক নন। বিচিত্রায় যার ছবি দেখা যাচ্ছে, তিনি সত্তরের দশকের হাইকোর্টের মাজারের বিখ্যাত মুখ নূরা পাগলা।
১৯৭২ সালের দিকে আজম খানের সঙ্গে পরিচয় হয় নূরা পাগলার। সে সময় আজম খান নতুন ধারার গান নিয়ে সবে শহরের সাউন্ডস্কেপে হাজির হতে শুরু করেছেন। তাঁর গানের কথায় তখন আধ্যাত্মিকতার ছোঁয়া স্পষ্ট। সেই আধ্যাত্মিক ভাবনার উৎস ছিল হাইকোর্টের মাজারের সেই ‘ফকির’ নূরা পাগলা। ১৯৭৩ সালে আজম খান তাঁকে নিয়ে গানও বানান—
১৯৭৩ সালের প্রকাশিত ‘বিচিত্রা’য় নূরা পাগলায় বয়স লেখা হয়েছিল আশির ওপরে। তবে সত্তরের দশকে হাইকোর্টের মাজারে যাঁরা নূরা পাগলাকে দেখেছেন, তাঁদের মতে তখন তাঁর বয়স ছিল ৬০ বছরের আশেপাশে। বিচিত্রার ছবি ও বিদেশি এক ফটোগ্রাফারের তোলা নূরা পাগলার ছবিতে সেই বয়সের ছাপ পাওয়া যায়।
গোয়ালন্দের নুরাল পাগলা মারা যান এ বছরের ২৩ আগস্ট। পত্রিকার খবরে জানা যায়, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। অন্যদিকে, হাইকোর্টের নূরা পাগলার মৃত্যু হয়েছে বহু বছর আগেই। জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার পারভেজ হালিম ফেসবুকে জানিয়েছেন, ‘২০০৮ সালের দিকে সর্বশেষ জেনেছিলাম, নূরা পাগলা অসুস্থ। গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্ভবত ওই সময়ে বা তার কিছু পরে তিনি মারা যান।’
কবি সৈয়দ তারিকের ২০১৮ সালের লেখা থেকে জানা যায়, হাইকোর্ট পর্ব শেষে নূরা পাগলা থাকতেন ঢাকার রামপুরায়। রামপুরা এলাকার কয়েকজন বাসিন্দার ফেসবুক পোস্ট অনুসারে, রামপুরা টিভি সেন্টারের পেছনের দিকে নূরা পাগলার মাজার।
অর্থাৎ ফেসবুকে ঘুরে বেড়ানো সেই প্রচ্ছদের নূরা পাগলা আর গোয়ালন্দের নুরাল পাগলা এক ব্যক্তি নন। এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়া যায়।
ঢাকার হাইকোর্টের মাজারের নূরা পাগলা ছিলেন অদ্ভুত এক চরিত্র। মাজারপাড়া ঘুরে বেড়ানো মানুষের কাছে তিনি খুবই পরিচিত ছিলেন। তাঁর শিষ্যদের সঙ্গে তিনি গাইতেন দেহতত্ত্বের গান, অনেকটা বাউল ধারার মতো। ঢোল আর দেশি বাদ্যযন্ত্রের তালে তালে জমে যেত আসর। মাঝেমধ্যে জিকির করতে করতে হঠাৎ লাফিয়ে উঠতেন, কখনো গান গাইতে গাইতে সবকিছু ভুলে যেতেন।
নূরা পাগলা বলেছিলেন, ‘গান গাইবার সময় বুকের ভেতর কান্না জমতে থাকে।’ নূরা পাগলা ও তাঁর ‘সম্প্রদায়ের’ গানে ছিল আলাদা মৌলিকত্ব। তা আজম খানও স্বীকার করেছেন। আজম খানের বাংলা ঝাঁকি (পড়ুন-রক) সংগীতে যে আধ্যাত্মিকতার ছোঁয়া পাওয়া যায়, তা কিছুটা নূরা পাগলার থেকেই এসেছে।
হাইকোর্টের মাজারে নূরা পাগলার প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায় ১৯৭৩ সালের ১০ আগস্ট প্রকাশিত সাপ্তাহিক বিচিত্রার। বিচিত্রা লিখেছিল, ‘যাঁরা ঢাকায় থাকেন তাঁদের কাছে বৃহিস্পতিবারের হাইকোর্ট মাজার অচেনা কিছু নয়। একজন ফকিরের মাজারকে ঘিরে যেভাবে একটি মেলা ক্রমশ বিস্তৃত হয়েছে শহরবাসীদের অনেকেই তা সুনজরে দেখছেন না। যদিও মাজারে দর্শনার্থীদের গাড়ির লম্বা সারিতে একাধিক মার্সিডিজ, বিউইক, ফ্যালকন রয়েছে। মাজারে ঢোকার পথেই দর্শনার্থীরা নূরা পাগলার দর্শন লাভ করেন।’
১৯৭৩ সালে নূরা পাগলা দাবি করেছিলেন, সারা দেশে তাঁর ২৭ হাজার শিষ্য আছে। সন্তান কামনা কিংবা দুরারোগ্য রোগ—সব সমস্যার সমাধান মিলবে তাঁর কাছে, এমন বিশ্বাসে নূরা পাগলার কাছে ভিড় জমাতেন অসংখ্য মানুষ। শিষ্যরা তাঁর ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করত। এমনকি তিনি যে চটের বস্তায় বসতেন, সেটার সুতাও নাকি বিক্রি হতো চড়া দামে!
নূরা পাগলাকে ঘিরে নানা গল্প বাজারে প্রচলিত ছিল। বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় শিরোনামও হয়েছেন। কেউ বলত গুপ্তচর, কেউ বলত আসল ফকির। অভিযোগ ছিল, তিনি ও তাঁর শিষ্যরা মাজারে গাঁজার আসর বসান। তবে নূরা পাগলার জবাব ছিল স্পষ্ট, ‘আমি গাঁজা খাই না, পীরের নিষেধ আছে।’
নোয়াখালীতে জন্ম নেওয়া নূরা পাগলা পড়াশোনা কতদূর করেছিলেন জানা যায়নি। তবে কথার মধ্যে প্রচুর ইংরেজি বলতেন। ফকিরিতে আসার আগে তাঁর পেশা নিয়ে বিচিত্রা সঠিক কিছু বলতে পারেনি। দুটি জনশ্রুতির কথা বিচিত্রা লিখেছিল, তিনি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ আর্মিতে চাকরি করেছিলেন। আবার শিষ্যরা অনেকে বলতেন, তিনি একসময় পুলিশের সাব-ইন্সপেক্টর ছিলেন।
ভারতে আজমিরের খাজা বাবার দরগায় গিয়ে এক ফকিরের শিষ্যত্ব নিয়েছিলেন নূরা পাগলা। তিনি দাবি করতেন, চিকিৎসার সময় সেই ফকির তাঁর ভেতর ভর করতেন। বিচিত্রার প্রতিবেদন থেকে তাঁর চিকিৎসার ধরন সম্পর্কেও জানা যায়। রোগীকে পাটিতে শুইয়ে তাঁর বুকের ওপর বসতেন। হাতজোড় করে মাজারের দিকে মুখ করে আবার উঠে পড়তেন। এরপর আবার বসতেন, আবার উঠতেন।
নূরা পাগলার ভবিষ্যদ্বাণী মিলে যায়, এমন কথাও বাজারে চালু ছিল। ১৯৭০ সালে নূরা পাগলা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘নির্বাচনে শেখ মুজিব জিতবেন।’ এ কারণে আলবদর বাহিনী তাঁকে ও তাঁর শিষ্যদের বেধড়ক পিটিয়েছিল। আবার ১৯৭৩ সালে তাঁর করা এক ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়। তিনি বলেছিলেন, ‘আগামী ১০ বছরেও শেখ মুজিবের কিছু হবে না।’
নূরা পাগলা রাজনীতি নিয়ে ভালো ধারণা রাখতেন। ছিলেন রাজনীতি সচেতনও। তিনি বলেছিলেন, ‘আমার দেশের ভেতর যাঁরা গদি নিয়ে কাড়াকাড়ি করছে, তাঁদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আজ শেখ গিয়ে ভাসানী আসুক, কাল আবার ভাসানী গিয়ে শেখ আসুক, আমার তাতে মাথাব্যাথা নেই। আমি জেহাদ করব তখন, যখন ইন্ডিয়া এদেশে আসবে, যখন পাকিস্তান এদেশে আসবে।’
* সাপ্তাহিক ‘বিচিত্রা’র ‘নূরা পাগলা ও আজম: সংগীতে আধ্যাত্মিক প্রেরণা’ সংখ্যাটি আমাদের দিয়েছেন ‘বাংলার রক মেটাল’ বইয়ের লেখকদ্বয় মিলু আমান ও হক ফারুখ। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আজ ১২ রবিউল আউয়াল। হিজরি সনের এ মাসেই নবীজির জন্ম। এ মাসেই তাঁর ওফাত। বিশ্বের মুসলমানদের কাছে আজকের দিনটি তাই বড় পবিত্র। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। কীভাবে দুনিয়া পাল্টে দিয়েছিলেন হজরত মুহাম্মদ (সা.)? বিশ্বসেরা কবি-লেখক ও দার্শনিকেরা কীভবে দেখেছেন তাঁকে—এ লেখায় তুলে ধরা হয়েছে সেই বিত্তান্ত।
২ দিন আগেসম্প্রতি ঢাকায় এসেছিলেন আল-জাজিরার মিডিয়া ইনিশিয়েটিভস-এর ব্যবস্থাপক মুনতাসির মারাই। জর্ডানের বাসিন্দা ফিলিস্তিন বংশদ্ভূত এই সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা ২০০২ সালে আল-জাজিরায় যোগ দেন। ২০১১ সালে তিনি মিশরের তাহরির স্কয়ার থেকে যে ‘আরব বসন্ত’ হয়েছিল, সেখানে প্রতিষ্ঠানটির প্রধান সাংবাদিক হিসেবে কাজ...
৫ দিন আগেপার্টির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে ৩০ আগস্ট রাতে স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোনো দলের পুনর্বাসনের প্যাকেজ তাঁরা নেননি। নির্বাচন বানচালে এই হামলা, সেনাবাহিনী তাঁদের রক্ষা করেছে
৮ দিন আগেবিভিন্ন সময়ে বাইরে থেকে এসে উপমহাদেশের ইতিহাস বদলে দিয়েছেন এমন জাতি ও ব্যক্তির সংখ্যা অনেক। সেই অনুপাতে এই বঙ্গীয়-বদ্বীপ ছিল অপেক্ষাকৃত দূরবর্তী ও দুর্গম। সমূদ্রপথে এই অঞ্চলের সঙ্গে বাইরের পৃথিবীর বাণিজ্য যোগাযোগ ছিল প্রাচীনকাল থেকেই।
৯ দিন আগে