.png)

স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, লুটপাট ও কবর থেকে তাঁর লাশ তুলে পোড়ানোর দুই মাস পর মামলা করেছে পরিবার। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজবাড়ীর আদালতে মামলাটি করেন নুরাল পাগলের শ্যালিকা শিরিনা।
মামলায় ৯৬ জনের নামোল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪ থেকে ৫ শতাধিক।
আদালতে দেওয়া অভিযোগে বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে গত ২৩ আগস্ট মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগল। ওই দিন রাতে ভক্তরা গোয়ালন্দে দরবার শরীফের মাটি থেকে কিছুটা উঁচু স্থানে তাঁর লাশ দাফন করে। তবে লাশ উঁচু স্থানে দাফন করা নিয়ে ‘তৌহিদি জনতা’ ব্যানারে একটি চক্র এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় প্রশাসন একাধিকবার বৈঠক করে বিষয়টি সমঝোতার চেষ্টা করলেও পক্ষটি নানা অজুহাতে দরবারে হামলা ও লুটপাটের প্রস্তুতি নেয়।
এতে আরও বলা হয়, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের আগে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন ও জেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলামের নেতৃত্বে দরবার শরীফ পরিদর্শন করা হয়। পরে নুরুল ইসলাম জানান, তৌহিদি জনতার দাবির মধ্যে কবর নিচু করার বিষয়টি মেনে নেওয়া হয়েছে। তাই ‘মার্চ ফর গোয়ালন্দ’সহ সব কর্মসূচি স্থগিত করা হলো। এরপরও জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে আনছার ক্লাব মাঠে পূর্বঘোষিত বিক্ষোভে জড়ো হয় হাজারো লোক। বেলা ৩টার দিকে তারা নুরাল পাগলের দরবার শরিফে হামলা চালায়।
হামলায় রাসেল মোল্লা (২৮) নামে নুরাল পাগলার এক ভক্ত নিহত হন। এ ছাড়া কয়েক’শ ভক্ত আহত হন, যাদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে এতেই থেমে থাকেনি দুষ্কৃতিকারীরা। এক পর্যায়ে তারা নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে প্রায় এক কিলোমিটার দূরে মহাসড়কে নিয়ে যায়। সেখানে মরদেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে আগুনে পোড়ানো হয়, যা নজিরবিহীন এক নৃশংস ঘটনা।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় নারী ভক্তদের শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ব্যাপক লুটপাট হয়। এ সময় হামলাকারীরা ভক্তদের কাছ থেকে শতাধিক ভরি স্বর্ণালংকার, ৩০ লাখ টাকা, ৮টি ফ্রিজ, ৮টি কম্পিউটার, ৪৩টি সিসিটিভি ক্যামেরা, ১২টি পানির মোটর, ১১টি মোটরসাইকেল, ১২৮টি মোবাইল ফোন, গবাদি পশু ও নিত্যপ্রয়োজনীয় পণ্য লুট করে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৮ কোটি টাকা।
ওই সময় তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকি কিছুটা কমায় এখন মামলা করা হয়েছে বলেও এতে উল্লেখ করেন বাদী।
এদিকে হামলার ওই ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৩ থেকে সাড়ে ৪ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিল। আর নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা আরেক মামলায় অজ্ঞাতপরিচয় ৪ থেকে সাড়ে ৪ হাজার ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন। হামলার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত পুলিশ এ দুই মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করেছে।

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, লুটপাট ও কবর থেকে তাঁর লাশ তুলে পোড়ানোর দুই মাস পর মামলা করেছে পরিবার। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজবাড়ীর আদালতে মামলাটি করেন নুরাল পাগলের শ্যালিকা শিরিনা।
মামলায় ৯৬ জনের নামোল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪ থেকে ৫ শতাধিক।
আদালতে দেওয়া অভিযোগে বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে গত ২৩ আগস্ট মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগল। ওই দিন রাতে ভক্তরা গোয়ালন্দে দরবার শরীফের মাটি থেকে কিছুটা উঁচু স্থানে তাঁর লাশ দাফন করে। তবে লাশ উঁচু স্থানে দাফন করা নিয়ে ‘তৌহিদি জনতা’ ব্যানারে একটি চক্র এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় প্রশাসন একাধিকবার বৈঠক করে বিষয়টি সমঝোতার চেষ্টা করলেও পক্ষটি নানা অজুহাতে দরবারে হামলা ও লুটপাটের প্রস্তুতি নেয়।
এতে আরও বলা হয়, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের আগে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন ও জেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলামের নেতৃত্বে দরবার শরীফ পরিদর্শন করা হয়। পরে নুরুল ইসলাম জানান, তৌহিদি জনতার দাবির মধ্যে কবর নিচু করার বিষয়টি মেনে নেওয়া হয়েছে। তাই ‘মার্চ ফর গোয়ালন্দ’সহ সব কর্মসূচি স্থগিত করা হলো। এরপরও জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে আনছার ক্লাব মাঠে পূর্বঘোষিত বিক্ষোভে জড়ো হয় হাজারো লোক। বেলা ৩টার দিকে তারা নুরাল পাগলের দরবার শরিফে হামলা চালায়।
হামলায় রাসেল মোল্লা (২৮) নামে নুরাল পাগলার এক ভক্ত নিহত হন। এ ছাড়া কয়েক’শ ভক্ত আহত হন, যাদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে এতেই থেমে থাকেনি দুষ্কৃতিকারীরা। এক পর্যায়ে তারা নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে প্রায় এক কিলোমিটার দূরে মহাসড়কে নিয়ে যায়। সেখানে মরদেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে আগুনে পোড়ানো হয়, যা নজিরবিহীন এক নৃশংস ঘটনা।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় নারী ভক্তদের শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ব্যাপক লুটপাট হয়। এ সময় হামলাকারীরা ভক্তদের কাছ থেকে শতাধিক ভরি স্বর্ণালংকার, ৩০ লাখ টাকা, ৮টি ফ্রিজ, ৮টি কম্পিউটার, ৪৩টি সিসিটিভি ক্যামেরা, ১২টি পানির মোটর, ১১টি মোটরসাইকেল, ১২৮টি মোবাইল ফোন, গবাদি পশু ও নিত্যপ্রয়োজনীয় পণ্য লুট করে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৮ কোটি টাকা।
ওই সময় তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকি কিছুটা কমায় এখন মামলা করা হয়েছে বলেও এতে উল্লেখ করেন বাদী।
এদিকে হামলার ওই ঘটনার পরপরই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৩ থেকে সাড়ে ৪ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিল। আর নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা আরেক মামলায় অজ্ঞাতপরিচয় ৪ থেকে সাড়ে ৪ হাজার ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন। হামলার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত পুলিশ এ দুই মামলায় ২৮ জনকে গ্রেপ্তার করেছে।
.png)

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর ভারত সফরে যাচ্ছেন। ২০ নভেম্বর ভারতের রাজধানী দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম সম্মেলনে যোগ দেবেন তিনি।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগেও মামলা না নিয়ে পুলিশ ঘটনাটি মীমাংসার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ে ব্যর্থ হয়ে স্বামী রুবেল মিয়া (৪২) সন্তানদের গলাটিপে হত্যার চেষ্টা করেন এবং সেই দৃশ্যের ভিডিও ধারণ করে স্ত্রীকে পাঠান।
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভাতশালা রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এসময় ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
২ ঘণ্টা আগে