জাতীয় সংসদ নির্বাচনজাতীয় নির্বাচন /প্রত্যাশার ঘোষণা ‘অপ্রত্যাশিতও’ বটেমুহাম্মদ ইউনূসের লন্ডন সফর দুটি কারণে গুরুত্ব পেয়েছে। যার একটি তারেক রহমানের সঙ্গে বৈঠক, আরেকটি হলো— মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাড়া না দেওয়া।
লন্ডনে ইউনূস-তারেক বৈঠকআগামী বছর রোজার আগেই জাতীয় নির্বাচনের সম্ভাবনাতবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রস্তাবে প্রধান উপদেষ্টা সম্মতি দিলেও একটি শর্ত জুড়ে দেন। স্পষ্টভাবে জানান, নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হিসেবে রাজনৈতিক সংস্কার এবং বিচার ব্যবস্থায় অগ্রগতি জরুরি। শর্ত পূরণ হলে ফেব্রুয়ারির প্রথমার্ধকে নির্বাচনের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা যেতে পারে।