.png)

স্ট্রিম প্রতিবেদক

রাজধানী ঢাকার যেকোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ভাবছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘যেহেতু ঢাকা থেকেই নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত; সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসছি, যাতে ভোটটা অপচয় না হয়। যদিও ভোটার হয়েছি অনেক আগে, কখনো ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনে যাতে ভোট দিতে পারি, সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোন আসন থেকে করব, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। তবে ঢাকার কোনো একটি আসন থেকে করব।’
কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে নির্বাচন করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করারই।’
বিএনপি তাঁর জন্য আসন ফাঁকা রেখেছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখল কি রাখল না—সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।’
তিনি আরও বলেন, ‘সরকার থেকে পদত্যাগ করার পর ধানমণ্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে। কাজেই যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন করার জন্য কোথায় ভোটার হচ্ছি—সেটাই মূল বিষয়। ভোটার হলেই যথেষ্ট। সেই চিন্তা থেকেই ঢাকায় ভোটার হয়েছি।’
কবে পদত্যাগ করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন করব—এটি নিশ্চিত বলা যায়। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। আলোচনা করে সেই বিষয়ে জানাব।’

রাজধানী ঢাকার যেকোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ভাবছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘যেহেতু ঢাকা থেকেই নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত; সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসছি, যাতে ভোটটা অপচয় না হয়। যদিও ভোটার হয়েছি অনেক আগে, কখনো ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনে যাতে ভোট দিতে পারি, সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোন আসন থেকে করব, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। তবে ঢাকার কোনো একটি আসন থেকে করব।’
কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে নির্বাচন করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করারই।’
বিএনপি তাঁর জন্য আসন ফাঁকা রেখেছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখল কি রাখল না—সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।’
তিনি আরও বলেন, ‘সরকার থেকে পদত্যাগ করার পর ধানমণ্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে। কাজেই যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন করার জন্য কোথায় ভোটার হচ্ছি—সেটাই মূল বিষয়। ভোটার হলেই যথেষ্ট। সেই চিন্তা থেকেই ঢাকায় ভোটার হয়েছি।’
কবে পদত্যাগ করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন করব—এটি নিশ্চিত বলা যায়। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে। আলোচনা করে সেই বিষয়ে জানাব।’
.png)

নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা ও মালিকানা নিশ্চিত করতে দুটি যুগান্তকারী অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
১৮ মিনিট আগে
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে দেশব্যাপী একযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ রোববার (৯ নভেম্বর) বগুড়া, নারায়ণগঞ্জ এবং ঢাকার চকবাজার, টিকাটুলি ও শ্যামলী এলাকায় পরিচালিত এসব অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ, শব্দদূষণ এবং বায়ুদূষণের দায়ে মোট ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৫ মিনিট আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিপিএল) থেকে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং ব্যাংকিং সফটওয়্যার ম্যানিপুলেশনের মাধ্যমে ঋণের নামে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার খান আনাস নতুন সংগ্রামের পথ দেখিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘সেই পথ অনুসরণ করে আমরা শুধু দেশকেই রক্ষা করব না—পরিবেশকে, এমনকি সমগ্র মানবজাতিকেও রক্ষা করতে হবে।’
১ ঘণ্টা আগে