leadT1ad

নির্বাচন ও গণভোট নিয়ে সাধারণ মানুষ এখনো বিভ্রান্ত: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৭: ৪৮
প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

নির্বাচন ও গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো গভীর বিভ্রান্তি ও শঙ্কা কাজ করছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশন এখনো আস্থার সংকট কাটাতে পর্যাপ্ত দৃশ্যমান উদ্যোগ দেখাতে পারেনি।

আজ শনিবার (২৯ নভেম্বর) রংপুরে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রংপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নাগরিক, পেশাজীবী এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের মতামত থেকে স্পষ্ট হয়েছে যে, নির্বাচন-পূর্ববর্তী সময়ে রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কায় মানুষ উদ্বিগ্ন। তাদের মতে, নির্বাচন কমিশন কীভাবে গণভোটের প্রক্রিয়া এগিয়ে নেবে, তা নিয়ে মানুষের মধ্যে অস্পষ্টতা রয়েছে। নাগরিকরা একদিকে যেমন নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে প্রবল আগ্রহী, অন্যদিকে নির্বাচন আদৌ হবে কি না বা হলেও তা সুষ্ঠু হবে কি না—এ নিয়ে গভীর সংশয়ে ভুগছেন।

ভোটার তালিকা ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নাগরিকরা মনে করছেন ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের ভোটাধিকার এবং ছিন্নমূল ও তৃতীয় লিঙ্গের মানুষের অন্তর্ভুক্তির মতো বিষয়গুলো এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি। এর ফলে ভোটের দিন ভোট দেওয়া, ভোট রক্ষা করা, গণনা এবং ফলাফল ঘোষণার প্রতিটি ধাপ নিয়ে জনমনে সংশয় আরও ঘনীভূত হচ্ছে।

সরকারের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়েও মানুষের মধ্যে সন্দেহ রয়েছে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বড় রাজনৈতিক দলগুলো যেভাবে সুবিধা পাচ্ছে, ছোট দলগুলোর ক্ষেত্রে তেমনটি দেখা যাচ্ছে না।

দেবপ্রিয় ভট্টাচার্য সতর্ক করে বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, তাই হাতে সময় খুবই সীমিত। নাগরিকদের মধ্যে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের আগ্রহ যেমন বাড়ছে, ঠিক তেমনি অনিশ্চয়তা ও ভয়ের মাত্রাও বাড়ছে। এই দোলাচল কাটাতে সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই আরও দৃঢ়, দৃশ্যমান ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ও নির্বাচন কমিশনের কার্যকর সক্ষমতা প্রদর্শনই এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

Ad 300x250

সম্পর্কিত