leadT1ad

নতুন ডিসি পেল আরও ১৪ জেলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২২: ৫৬
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়েছে সরকার। এর আগে গতকাল শনিবার রাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। গেল দুদিনে মোট ২৯ জেলা নতুন ডিসি পেয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) নড়াইলের বর্তমান ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহে, মেহেরপুরের ডিসি মোহাম্মদ আবদুল সালামকে নড়াইলে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুফ আলীকে জামালপুরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মমিন উদ্দিনকে ঝালকাঠিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ–উজ–জামানকে গোপালগঞ্জে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আল মামুন মিয়াকে জয়পুরহাটে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে ময়মনসিংহে, খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাতে ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া, নোয়াখালীসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ছয়জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং নয় কর্মকর্তাকে নয়টি জেলায় ডিসির দায়িত্ব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মধ্যে বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে, ভোলার মো. আজাদ জাহানকে গাজীপুরে, সিরাজগঞ্জের মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার মো. তৌফিকুর রহমানকে বগুড়ার ডিসি করা হয়।

এ ছাড়া সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জের, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আবদুল্লাহ আল মাহমুদকে মাগুরার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুরের, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতারকে সাতক্ষীরার, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাটের, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়ার এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমানকে ভোলার জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

অপর দিকে যেসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়, সেসব জেলার ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে। আগামী নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসক ও ইউএনওদের দায়িত্ব পালন করবেন বলে ইসি সূত্রে জানা গেছে।

গেল ২২ অক্টোবর ভোটে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব ও ভূমিকার কথা তুলে ধরে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিভিন্ন দিক তুলে ধরেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান। তিনি বলেন, ‘আমরা (ইসি) নির্বাচনটা কে করি, কে করে— এর উত্তর জানা খুবই প্রয়োজন। অতি জরুরি। বাস্তবতা হচ্ছে, একেবারে চরম বাস্তবতা হচ্ছে এই দেশের নির্বাচন পরিচালনা করে রিটার্নিং অফিসার তথা ডিসি। সহকারী রিটার্নিং অফিসার কাকে নিয়োগ করা হয়? যুগ যুগ ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী উপজেলার নির্বাহী অফিসার তাকেই নিয়োগ করা হয়।’

যাদের ওপর নির্বাচন পরিচালনার ভার থাকে, তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার। এবার পৌনে ১৩ কোটি ভোটারের জন্য ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র, আড়াই লাখের বেশি ভোটকক্ষ লাগবে। এ নির্বাচনে লাখ দশেক ভোটগ্রহণ কর্মকর্তা ও সাত–আট লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে।

তফসিল ঘোষণার সময় রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কারা, তা প্রজ্ঞাপন আকারে জারি করে ইসি।

গত জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ জেলায় ৬৬ জন রিটার্নিং অফিসার (৬৪ জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার) নিয়োগ দেয় ইসি; সে সময় সহকারী রিটার্নিং অফিসার ছিলেন ৫৯২ জন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত