leadT1ad

১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে থাকছেন না এম সরওয়ার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২১: ৩৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। আজ রোববার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি এ আবেদন করলে বিচারিক প্যানেল তা মঞ্জুর করে। পেশাগত নীতির কারণ দেখিয়ে তিনি এই মামলা থেকে সরে দাঁড়ালেন।

আজ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে ব্যারিস্টার সরওয়ার নিজের নাম প্রত্যাহারের আবেদন জমা দেন। আদালত আবেদনটি গ্রহণ করে ওকালতনামা থেকে তাঁর নাম প্রত্যাহারের অনুমতি দেন। এর ফলে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম এবং জুলাই আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত এই ১৫ সেনা কর্মকর্তার পক্ষে তিনি আর আইনি লড়াই চালাবেন না।

এর আগে গত ২২ অক্টোবর এই ১৫ সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। সেদিন তাঁদের আইনজীবী হিসেবে এম সরওয়ার হোসেনই আদালতে শুনানি করেছিলেন। শুনানিতে তিনি দাবি করেছিলেন, এই কর্মকর্তারা নির্দোষ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশাও প্রকাশ করেছিলেন।

সেদিন আইনজীবী সরওয়ার আরও দাবি করেন, ‘যারা সত্যিকারের অপরাধ সংঘটন করেছেন, তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন। জেনারেল কবির, জেনারেল আকবর, জেনারেল তারিক সিদ্দিকী, জেনারেল মুজিব পালিয়ে গেছেন।’ তিনি আরও বলেন, ‘যা কিছু হয়েছে, তা শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের নির্দেশে হয়েছে। এখানে কারও কোনো নিয়ন্ত্রণ ছিল না।’

ওই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপরই আইনজীবী হিসেবে সরওয়ার হোসেন সমালোচনার মুখে পড়েন।

এদিকে, গুমের দুটি মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর এবং রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত