leadT1ad

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, অবস্থান কর্মসূচি চলবে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২৩: ২৮
প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে। ছবি: সংগৃহীত

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান শিক্ষক নেতারা।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে মন্ত্রণালয় শিক্ষকদের দাবির বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে দ্রুত সমাধানের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক নেতারা চলমান কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

শামছুদ্দীন মাসুদ আরও বলেন, আপাতত কর্মবিরতি স্থগিত করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।

এর আগে গতকাল শনিবার সকালে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বিকেলে শাহবাগ অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। এ সময় কয়েকজন শিক্ষক আহত হলে এর প্রতিবাদে আজ থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন তাঁরা। কর্মসূচি অনুযায়ী, আজ সারাদেশে বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয় এবং শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

উল্লেখ্য, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। তাঁদের প্রধান তিনটি দাবি হলো: সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেডে বেতন নির্ধারণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত