leadT1ad

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৫
হাইকোর্ট ভবন। ছবি: বাসস

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আজ বুধবার (৩ ডিসেম্বর) এই রিটটি করা হয়।

​আজ বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

​রিট আবেদনে নির্বাচনের মাঠপর্যায়ের মূল দায়িত্ব রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনে বলা হয়েছে, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের বাদ দিয়ে কেন ডিসি ও ইউএনওদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে এই রুলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

​রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।

ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন গত শনিবার বলেছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

এমন পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন হলো।

Ad 300x250

সম্পর্কিত