leadT1ad

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে আট দলীয় জোট, অপূর্ণ দাবি আদায়ে নতুন কর্মসূচির হুঁশিয়ারি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৮: ৩৩
আল-ফালাহ মিলনায়তনে আন্দোলনরত আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

অনলাইনে একটি দল গণভোটে ‘না’ ভোটের প্রচারণা শুরু করে সংস্কারবিরোধী হিসেবে নিজেদের প্রমাণ দিয়েছে বলে মনে করেছে আট দলীয় জোট। একই সঙ্গে, সংস্কারের পক্ষে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকেও এর পক্ষে জনমত তৈরির জন্য প্রচারণা চালানোর দাবি জানিয়েছে জোটটি।

আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আন্দোলনরত আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করতে আয়োজিত বৈঠকের পর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে তাঁদের আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে। তবে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হওয়ার ঘোষণায় সংশয় তৈরি হয়েছে ও এই সংকট সরকারকেই দূর করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পাঁচ দফা দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। জুলাই সনদের আইনি ভিত্তি আমরা চেয়েছিলাম, বাস্তবায়নের আদেশ জারি হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি, এ জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের কারণে জাতির সংকটে পড়ার যে সংশয়টা, তা সরকারকেই দূর করতে হবে। কীভাবে দূর করবে সেটা সরকারের ওপরেই বর্তায়।’

প্রশাসনিক রদবদলেরও তীব্র সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, একটি দলকে খুশি করার জন্য পছন্দমতো কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হচ্ছে, যা নির্বাচনী মাঠে সমতা রক্ষার দাবিকে ভঙ্গ করছে। তিনি বলেন, ‘গোপন শলাপরামর্শের ভিত্তিতে হয়তো এই কাজটা চলছে। প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘অনলাইনে একটি দলের কর্মী বাহিনী আগে থেকেই গণভোটে ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এর মাধ্যমে কারা সংস্কারের পক্ষে নেই, সংস্কারের বিরোধিতা করছে, জাতি তাদের চিনতে পারল। গোটা জাতি সংস্কারের পক্ষে। যারা এর বিপক্ষে যাবে, জাতি নিশ্চয়ই তাদের প্রত্যাখ্যান করবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা উড়িয়ে না দিয়ে জোটের পক্ষ থেকে জানানো হয়, তারা আগামীকাল মাঠে থাকবে ও কোনো নাশকতা হতে দেবে না। একইসঙ্গে, পাঁচ দফার অপূর্ণ দাবি আদায়ে আট দল শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত