leadT1ad

নির্বাচন সামনে রেখে পুলিশে বড় রদবদল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৯: ৪৪
বাংলাদেশ পুলিশ। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। দেশের ছয়টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ বিভিন্ন ইউনিটে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন—ঢাকার শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার, দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনকে ফরিদপুরে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মিজানুর রহমানকে দিনাজপুরের নতুন পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনায়, ডিএমপির উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারিতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে পুলিশের জ্যেষ্ঠ ৯ কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার এবং এসবির বিশেষ পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদেরকে নিজ নিজ ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মাসুম বিল্লাহ তালুকদারকে ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রাঙামাটির বেতবুনিয়ার পিএসটিএসের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) ড. আব্দুস সোবাহানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি এএফএম আনজুমান কালামকে রাঙামাটির বেতবুনিয়ার পিএসটিএসের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। বরিশালের ১০ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আবু আহাম্মদ আল মামুনকে ঢাকার পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে ঢাকার পুলিশ অধিদপ্তরের এআইজি এবং পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ এহসান সাত্তারকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে এই পরিবর্তনকে একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত