.png)

স্ট্রিম প্রতিবেদক

আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাত চায় জামায়াতসহ সমমনা আট দল। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবির ব্যাপারে সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো।
আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করেছে জামায়াতসহ সমমনা এই আট দল। পল্টন মোড়ের ওই সমাবেশের পরে সন্ধ্যায় আট দলের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হন। ইসলামী আন্দোলনের কার্যালয়ের অনুষ্ঠিত ওই বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাওয়ার সিদ্ধান্ত নেয় দলগুলো।
সমাবেশে নির্বাচনের আগে গণভোট না দিলে আসন্ন জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে ঘোষণা করা হয়। দাবি মানা না হলে প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না এলে আগামীকালই ৮ দলের শীর্ষ নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ শেষে আজ মঙ্গলবার সন্ধ্যার বৈঠকে আট দলের নেতারা তাদের দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন।
সমাবেশ-পরবর্তী বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ দলগুলোর অন্যান্য শীর্ষ নেতারা।

আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাত চায় জামায়াতসহ সমমনা আট দল। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবির ব্যাপারে সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো।
আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করেছে জামায়াতসহ সমমনা এই আট দল। পল্টন মোড়ের ওই সমাবেশের পরে সন্ধ্যায় আট দলের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হন। ইসলামী আন্দোলনের কার্যালয়ের অনুষ্ঠিত ওই বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাওয়ার সিদ্ধান্ত নেয় দলগুলো।
সমাবেশে নির্বাচনের আগে গণভোট না দিলে আসন্ন জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে ঘোষণা করা হয়। দাবি মানা না হলে প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না এলে আগামীকালই ৮ দলের শীর্ষ নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ শেষে আজ মঙ্গলবার সন্ধ্যার বৈঠকে আট দলের নেতারা তাদের দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না আসায় উদ্বেগ প্রকাশ করেছেন।
সমাবেশ-পরবর্তী বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানসহ দলগুলোর অন্যান্য শীর্ষ নেতারা।
.png)

ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার বিষয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, তাঁর বক্তব্যটি ছিল শুধু তাঁর নির্বাচনী এলাকার একটি ইউনিয়নকেন্দ্রিক এবং হয়রানিমূলক মামলার বিষয়ে, দেশব্যাপী সব মামলা নিয়ে নয়।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি থাকলে দেশে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) রুহুল কবির রিজভী।
৩ ঘণ্টা আগে
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের ‘লকডাউনের’ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ওইদিন কোনো ‘বাকশালপন্থী’কে রাজপথে নামতে দেওয়া হবে না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায় তাদেরকে রাজপথে মোকাবিলা করা হবে।
৫ ঘণ্টা আগে
পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে বড় সমাবেশ করেছে জামায়াতসহ সমমনা আট দল। পল্টন মোড়ে ডাক দেওয়া এই সমাবেশে দুপুর থেকেই ব্যাপক জনসমাগম হয়। সমাবেশ থেকে আট দলের শীর্ষ নেতারা আগে গণভোট ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে স্পষ্ট করে জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে