leadT1ad

আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার বক্তব্যের ব্যাখ্যা দিলেন ফখরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২২: ৫৭
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক থেকে নেওয়া ছবি

ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার বিষয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, তাঁর বক্তব্যটি ছিল শুধু তাঁর নির্বাচনী এলাকার একটি ইউনিয়নকেন্দ্রিক এবং হয়রানিমূলক মামলার বিষয়ে, দেশব্যাপী সব মামলা নিয়ে নয়।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল আলম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেওয়া হয়।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ ১১ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি।’

এই বক্তব্যে দেশের জনগণ ও দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্যও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এর আগে আজ বিকেলে ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। তিনি বলেছিলেন, ‘আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে।’ তাঁর এই বক্তব্যের পরই বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে সন্ধ্যায় তিনি এর ব্যাখ্যা দেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত