leadT1ad

সৌদি-বাংলাদেশ হজ চুক্তি স্বাক্ষর, ব্যবস্থাপনা উন্নয়নে আলোচনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২২: ৫৩
ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেলে সৌদি আরবের জেদ্দায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি সম্পর্কে সৌদি মন্ত্রীকে অবহিত করেন ড. খালিদ হোসেন। এ ছাড়া, মিনা, আরাফা ও মুজদালিফায় তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা আরও উন্নত করার জন্য সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান তিনি।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যাপারে সৌদি সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তাতে সম্মতি দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ মিশনের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত