leadT1ad

দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়ানো ভারতীয় মিডিয়ার খবর ভিত্তিহীন: তৌহিদ হোসেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২৩: ০৩
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এই খবর বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই এবং কোনো সংবেদনশীল মানুষ এটা বিশ্বাস করবে না।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, ‘যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবেই। কিন্তু এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।’

উল্লেখ্য, সোমবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া কথিত গোয়েন্দা তথ্যের বরাতে এক প্রতিবেদনে দাবি করে, লস্কর-ই-তৈয়্যবার প্রধান হাফিজ সাঈদ বাংলাদেশকে ‘নতুন উৎক্ষেপণকেন্দ্র’ হিসেবে ব্যবহার করে ভারতে হামলার পরিকল্পনা করছে।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘকে দেওয়া চিঠির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে কেউ যেকোনো কিছু নিয়ে জাতিসংঘে আপিল করতে পারে। জাতিসংঘ যদি আমাদের কিছু বলে, আমরা তখন সেটা দেখব। এখন আমাদের কিছু বলার নেই।’

গত ১ নভেম্বর জাতিসংঘকে দেওয়া এক চিঠিতে আওয়ামী লীগ বাংলাদেশে ‘অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার জন্য সংস্থাটির প্রতি আহ্বান জানায়। দলের পক্ষে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বরাবর এ চিঠি পাঠান।

এ ছাড়া মার্কিন সিনেটে পাস হওয়া ‘থিংক টোয়াইস অ্যাক্ট’ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ভারসাম্যের নীতি বজায় রেখেছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে। চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞায় পড়ার কোনো আশঙ্কা দেখছেন না বলেও জানান তিনি।

‘থিংক টোয়াইস অ্যাক্ট’ হলো চীনা সামরিক সংস্থাগুলোর অস্ত্র রপ্তানি প্রতিরোধ এবং তাদের শিল্প নেটওয়ার্ক শনাক্তকরণের জন্য যুক্তরাষ্ট্রে প্রণীত একটি আইন। চীন থেকে বাংলাদেশের মতো দেশগুলোর অস্ত্র কেনা প্রতিরোধ করা এই আইনের অন্যতম উদ্দেশ্য।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত