leadT1ad

টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিল ত্রাণ মন্ত্রণালয়

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৮
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের লগো। সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে নিহত ও আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

আজ মন্ত্রণালয় থেকে হতাহতের পরিবারের কাছে পরিবার ১৩ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

এরমধ্যে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং নুরুল হুদার পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাগণ এ অর্থের চেক হস্তান্তর করেন।

এছাড়াও চিকিৎসারত ৪২ শতাংশ দগ্ধ ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমকে দুই লাখ টাকা এবং পাঁচ শতাংশ দগ্ধ ফায়ার ফাইটার মুহাম্মদ জয় হাসানকে এক লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদানের জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কাছে চেক হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ শে সেপ্টেম্বর গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী এবং কারখানার একজন কর্মী দগ্ধ হন।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত