দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য একমাত্র এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু আছে। গকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও অনুষদ সংসদ দুইটি ভাগে নির্বাচন হচ্ছে। এতে ১১টি কেন্দ্রীয় সংসদের পদে ৪৬ জন ও অনুষদের পদে ২১ জনসহ মোট ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোট দেবেন ৪ হাজার ৭৬১ জন।
স্ট্রিম সংবাদদাতা
দীর্ঘ সাত বছর পর ঢাকার সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয় (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য একমাত্র এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু আছে। চলতি বছরের ১১ আগস্ট এর চতুর্থ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভোটগ্রহণ। এর শেষ হবে বিকেল ৩টায়। এতে ১৯টি কেন্দ্রের ১৯টি বুথে ছাত্র-ছাত্রীর ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটগণনা শেষে এ দিনেই ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।
এদিকে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক তদারকিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন রয়েছে ৩৫০ জন নিরাপত্তা সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং কুইক রেসপন্স টিমও দায়িত্ব পালন করছে।
ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি বলেন, ‘দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গকসু নির্বাচন জাতীয় নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলকভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’
প্রায় সাত বছর হতে যাওয়া গকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও অনুষদ সংসদ দুইটি ভাগে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ১১টি কেন্দ্রীয় সংসদের পদে ৪৬ জন ও অনুষদের পদে ২১ জনসহ মোট ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোট দেবেন ৪ হাজার ৭৬১ জন।
গকসুর নির্বাচন কমিশনার ও গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান মো. রফিকুল আলম বলেন, ‘আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট করার চেষ্টা করছি। আন্তরিকতার শেষ নেই। কোনো রাজনৈতিক প্রভাব নেই। কেউ নিয়ম লঙ্ঘন করলে শোকজ করা হচ্ছে। নির্বাচন শেষ হওয়ার ৩-৪ ঘণ্টার মধ্যে গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা যাবে।’
নির্বাচনের পরিবেশ সম্পর্কে উপাচার্য ড. আবুল হোসেন বলেন, ‘আমরা কেন্দ্রের ভেতরে যাইনি। ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনার ভেতরে গিয়েছেন। সুন্দর ও সুষ্ঠু পরিবেশ দেখেছি। ছাত্র ছাত্রীরা সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন।’
দুইটি ভাগে নির্বাচনে ১১টি কেন্দ্রীয় সংসদের পদে ৪৬ জন ও অনুষদের পদে ২১ জনসহ মোট ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন নয়জন। তাঁরা হলেন ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী রাজিব হোসেন, ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান মুছা ও মো. আব্দুল মাজেদ সালাফি, আইন বিভাগের রাকিব, মো. রিফাত হোসেন, শেখ খোদার নুর ইসলাম, মো. নির্জন, রসায়ন বিভাগের মো. নাসিম, ইয়াসিন আল মৃদুল দেওয়ান।
ভিপি প্রার্থীদের মধ্যে শেখ খোদার নুর ইসলাম, মো. নির্জন ও মো. রিফাত হোসেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। মো. নাসিম ছাত্র ফেডারেশন ও ইয়াসিন আল মৃদুল দেওয়ান ছাত্রলীগের সাবেক কর্মী ছিলেন। এদিকে রাকিব জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক। এর আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া মো. আব্দুল মাজেদ সালাফি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন চারজন। তাঁরা হলেন ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থী মো. রায়হান খান, এমপিবিইমই বিভাগের আফসানা মিমি, আইন বিভাগের মো. অন্তু দেওয়ান ও বিএমবি বিভাগের রিদুয়ানুল ইসলাম মানিক। জিএস প্রার্থীদের মধ্যে অন্তু দেওয়ান ছাত্রলীগের সাবেক কর্মী, মো. রায়হান খান শিবিরের সমর্থিত, আফসানা মিমি বিএনপি নেতা সমর্থিত ও রিদুয়ানুল ইসলাম মানিক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এদিকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন তিনজন। তাঁরা হলেন কৃষি বিভাগের মো. জাহিদ হাসান, ইংরেজি বিভাগের শিফাতুর রহমান শিশির ও এমপিবিএমই বিভাগের সামিউল হাসান শোভন।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন চারজন, ক্রীড়া সম্পাদক পদে তিনজন, দপ্তর সম্পাদক পদে ছয়জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চারজন, সহক্রীড়া সম্পাদক পদে চারজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুইজন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে চারজন প্রার্থী হয়েছেন।
গকসুর অনুষদ নির্বাচনে কৃষি অনুষদের কার্যনির্বাহী সদস্য পদে দুইজন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেসে চারজন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে চারজন, বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদে সাতজন, স্বাস্থ্য ও বিজ্ঞান অনুষদে চারজন প্রার্থী হয়েছেন।
গকসু নির্বাচনের জয়ী প্রার্থীরা তাঁদের প্রতিশ্রুতিগুলো রক্ষা করবেন বলে আশা করেন বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী রিজওয়ানা আফরিন রিচি। তিনি বলেন, ‘আজকে আমাদের গকসু নির্বাচন ২০২৫, বকিছু সুষ্ঠুভাবে হচ্ছে। এটা আমাদের প্রথম ভোট। আমাদের প্রত্যাশা সব প্রার্থী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পূরণ করবেন। আমাদের জন্য কাজ করবেন।’
নির্বাচন কেন্দ্র করে শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব দিবেন বলে প্রত্যাশা জানিয়ে সিএসই ৩৮ তম ব্যাচের শিক্ষার্থী মাহি জাহান রনক বলেন, দীর্ঘ ৮ বছর পর গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের জন্য আনন্দের। তাদের কাছে আমাদের অনেক দাবি রয়েছে। ক্যান্টিন, সীমানা দেয়ালসহ শিক্ষার্থীদের যেসব দাবি রয়েছে, নির্বাচিতরা সেই দাবি পূরণ করবেন সেটিই প্রত্যাশা করছি।’
গকসুর নির্বাচন কমিশনার ও গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল আলম বলেন, ‘দুর্গাপূজার ছুটি আগামী সপ্তাহ থেকে। যে কারণে ভোটার সংখ্যা কিছুটা কম হতে পারে। যারা ছুটিতে বাড়ি যাচ্ছে অনেকে সকালে ভোট দেবে, আবার যারা কাছাকাছি থাকে, তারা হয়তো দুপুরের পর ভোট দিতে পারে। ফলে সারা দিনই ভোট চলবে। বিকেলে যদি ভোটার বেশি হয়, সেগুলোও নেওয়া হবে।’
উপাচার্য ড. আবুল হোসেন বলেন, ‘এটা (গকসু নির্বাচন) শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। তাদের দাবি ছিল, আমরাও চাচ্ছিলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু একটা বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে ভোটগ্রহণ হচ্ছে। আমরা আশা করি, সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাভারের আশুলিয়া এলাকায় অবস্থিত একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু রয়েছে। ২০১৩ সালে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন হয়। সর্বশেষ ২০১৮ সালে সরাসরি ভোটের মাধ্যমে গঠিত হয়েছিল তৃতীয় কার্যনির্বাহী সংসদ। তবে প্রশাসনের জটিলতার কারণে নির্বাচিত সংসদ পুরো মেয়াদ কাজ করতে পারেনি।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আবুল হোসেন স্ট্রিমকে বলেন, ‘২০১৮ সালের পর নির্বাচন হয়নি। এরপর কোভিড ছিল, তাই নির্বাচন করতে পারিনি। ২০২০-২১ এ খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী ছিল। দেশের কোথাও সেই সময় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এরপরও যখন ছাত্রদের পক্ষ থেকে গকসু নির্বাচনের দাবি ছিল । আমরা পরিবেশ অনুকূলে দেখেই সবশেষ নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেই। আশা করি, এর ধারাবাহিকতা থাকবে। আমরা নির্বাচন দিলে এখান থেকে নেতৃত্ব গড়ে উঠবে।’
দীর্ঘ সাত বছর পর ঢাকার সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয় (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য একমাত্র এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু আছে। চলতি বছরের ১১ আগস্ট এর চতুর্থ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভোটগ্রহণ। এর শেষ হবে বিকেল ৩টায়। এতে ১৯টি কেন্দ্রের ১৯টি বুথে ছাত্র-ছাত্রীর ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটগণনা শেষে এ দিনেই ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।
এদিকে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক তদারকিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন রয়েছে ৩৫০ জন নিরাপত্তা সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং কুইক রেসপন্স টিমও দায়িত্ব পালন করছে।
ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি বলেন, ‘দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গকসু নির্বাচন জাতীয় নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলকভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’
প্রায় সাত বছর হতে যাওয়া গকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও অনুষদ সংসদ দুইটি ভাগে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ১১টি কেন্দ্রীয় সংসদের পদে ৪৬ জন ও অনুষদের পদে ২১ জনসহ মোট ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোট দেবেন ৪ হাজার ৭৬১ জন।
গকসুর নির্বাচন কমিশনার ও গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান মো. রফিকুল আলম বলেন, ‘আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট করার চেষ্টা করছি। আন্তরিকতার শেষ নেই। কোনো রাজনৈতিক প্রভাব নেই। কেউ নিয়ম লঙ্ঘন করলে শোকজ করা হচ্ছে। নির্বাচন শেষ হওয়ার ৩-৪ ঘণ্টার মধ্যে গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা যাবে।’
নির্বাচনের পরিবেশ সম্পর্কে উপাচার্য ড. আবুল হোসেন বলেন, ‘আমরা কেন্দ্রের ভেতরে যাইনি। ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনার ভেতরে গিয়েছেন। সুন্দর ও সুষ্ঠু পরিবেশ দেখেছি। ছাত্র ছাত্রীরা সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন।’
দুইটি ভাগে নির্বাচনে ১১টি কেন্দ্রীয় সংসদের পদে ৪৬ জন ও অনুষদের পদে ২১ জনসহ মোট ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন নয়জন। তাঁরা হলেন ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী রাজিব হোসেন, ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান মুছা ও মো. আব্দুল মাজেদ সালাফি, আইন বিভাগের রাকিব, মো. রিফাত হোসেন, শেখ খোদার নুর ইসলাম, মো. নির্জন, রসায়ন বিভাগের মো. নাসিম, ইয়াসিন আল মৃদুল দেওয়ান।
ভিপি প্রার্থীদের মধ্যে শেখ খোদার নুর ইসলাম, মো. নির্জন ও মো. রিফাত হোসেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। মো. নাসিম ছাত্র ফেডারেশন ও ইয়াসিন আল মৃদুল দেওয়ান ছাত্রলীগের সাবেক কর্মী ছিলেন। এদিকে রাকিব জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক। এর আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া মো. আব্দুল মাজেদ সালাফি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন চারজন। তাঁরা হলেন ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থী মো. রায়হান খান, এমপিবিইমই বিভাগের আফসানা মিমি, আইন বিভাগের মো. অন্তু দেওয়ান ও বিএমবি বিভাগের রিদুয়ানুল ইসলাম মানিক। জিএস প্রার্থীদের মধ্যে অন্তু দেওয়ান ছাত্রলীগের সাবেক কর্মী, মো. রায়হান খান শিবিরের সমর্থিত, আফসানা মিমি বিএনপি নেতা সমর্থিত ও রিদুয়ানুল ইসলাম মানিক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এদিকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন তিনজন। তাঁরা হলেন কৃষি বিভাগের মো. জাহিদ হাসান, ইংরেজি বিভাগের শিফাতুর রহমান শিশির ও এমপিবিএমই বিভাগের সামিউল হাসান শোভন।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন চারজন, ক্রীড়া সম্পাদক পদে তিনজন, দপ্তর সম্পাদক পদে ছয়জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চারজন, সহক্রীড়া সম্পাদক পদে চারজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুইজন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে চারজন প্রার্থী হয়েছেন।
গকসুর অনুষদ নির্বাচনে কৃষি অনুষদের কার্যনির্বাহী সদস্য পদে দুইজন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেসে চারজন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে চারজন, বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদে সাতজন, স্বাস্থ্য ও বিজ্ঞান অনুষদে চারজন প্রার্থী হয়েছেন।
গকসু নির্বাচনের জয়ী প্রার্থীরা তাঁদের প্রতিশ্রুতিগুলো রক্ষা করবেন বলে আশা করেন বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী রিজওয়ানা আফরিন রিচি। তিনি বলেন, ‘আজকে আমাদের গকসু নির্বাচন ২০২৫, বকিছু সুষ্ঠুভাবে হচ্ছে। এটা আমাদের প্রথম ভোট। আমাদের প্রত্যাশা সব প্রার্থী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পূরণ করবেন। আমাদের জন্য কাজ করবেন।’
নির্বাচন কেন্দ্র করে শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব দিবেন বলে প্রত্যাশা জানিয়ে সিএসই ৩৮ তম ব্যাচের শিক্ষার্থী মাহি জাহান রনক বলেন, দীর্ঘ ৮ বছর পর গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের জন্য আনন্দের। তাদের কাছে আমাদের অনেক দাবি রয়েছে। ক্যান্টিন, সীমানা দেয়ালসহ শিক্ষার্থীদের যেসব দাবি রয়েছে, নির্বাচিতরা সেই দাবি পূরণ করবেন সেটিই প্রত্যাশা করছি।’
গকসুর নির্বাচন কমিশনার ও গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল আলম বলেন, ‘দুর্গাপূজার ছুটি আগামী সপ্তাহ থেকে। যে কারণে ভোটার সংখ্যা কিছুটা কম হতে পারে। যারা ছুটিতে বাড়ি যাচ্ছে অনেকে সকালে ভোট দেবে, আবার যারা কাছাকাছি থাকে, তারা হয়তো দুপুরের পর ভোট দিতে পারে। ফলে সারা দিনই ভোট চলবে। বিকেলে যদি ভোটার বেশি হয়, সেগুলোও নেওয়া হবে।’
উপাচার্য ড. আবুল হোসেন বলেন, ‘এটা (গকসু নির্বাচন) শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। তাদের দাবি ছিল, আমরাও চাচ্ছিলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু একটা বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে ভোটগ্রহণ হচ্ছে। আমরা আশা করি, সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাভারের আশুলিয়া এলাকায় অবস্থিত একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু রয়েছে। ২০১৩ সালে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন হয়। সর্বশেষ ২০১৮ সালে সরাসরি ভোটের মাধ্যমে গঠিত হয়েছিল তৃতীয় কার্যনির্বাহী সংসদ। তবে প্রশাসনের জটিলতার কারণে নির্বাচিত সংসদ পুরো মেয়াদ কাজ করতে পারেনি।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আবুল হোসেন স্ট্রিমকে বলেন, ‘২০১৮ সালের পর নির্বাচন হয়নি। এরপর কোভিড ছিল, তাই নির্বাচন করতে পারিনি। ২০২০-২১ এ খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী ছিল। দেশের কোথাও সেই সময় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এরপরও যখন ছাত্রদের পক্ষ থেকে গকসু নির্বাচনের দাবি ছিল । আমরা পরিবেশ অনুকূলে দেখেই সবশেষ নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেই। আশা করি, এর ধারাবাহিকতা থাকবে। আমরা নির্বাচন দিলে এখান থেকে নেতৃত্ব গড়ে উঠবে।’
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবে না। বিশেষ করে দুই ও তিন ফসলি জমিতে নির্মাণ করা যাবে না কোনো স্থাপনা। কৃষি জমি রক্ষায় কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলার ঘটনার পর বিদেশের মাটিতে বাংলাদেশি রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর প্রকাশ্যে ডিম ছোড়ার ঘটনা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত ভাবমূর্
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে নিহত ও আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
৩ ঘণ্টা আগেউত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে, এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং
৪ ঘণ্টা আগে