ওয়াশিংটনের কাছে বাংলাদেশের আসন্ন নির্বাচন ইন্দো-প্যাসিফিক কৌশলে দেশের ভূমিকার জন্য একটি মোড় ঘোরানো মুহূর্ত হতে পারে। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ঢাকায় একটি স্থিতিশীল সরকার গঠিত হলে দুই দেশ একসাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে।
স্ট্রিম সংবাদদাতা
যুক্তরাষ্ট্র তার ইন্দো-প্যাসিফিক কৌশলে (আইপিএস) বাংলাদেশকে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। গত বছরের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। মঙ্গলবার নিউইয়র্কে দেওয়া এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা আগামী বছরের শুরুতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।’ তিনি উল্লেখ করেন, সম্প্রতি মার্কিন প্রতিনিধিরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নির্বাচন প্রস্তুতি ও আঞ্চলিক সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, ‘নতুন বছরে যখন সরকার গঠিত হবে, তখন আমাদের সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় তা বুঝতে সহজ হবে।’
ওয়াশিংটনের মতে, বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতি সরাসরি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতাও অন্তর্ভুক্ত। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এ বিষয়ে কীভাবে একসাথে কাজ করব তা নিয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্র এই সংকটে সবচেয়ে বড় দাতা। আমি মনে করি, আমাদের দুই দেশের একসাথে করার মতো অনেক কিছু আছে।’
এই বক্তব্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত ও ভবিষ্যৎ সরকারই নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র কীভাবে ঢাকার সঙ্গে আইপিএস-এর আওতায় কাজ করবে। আইপিএস কৌশলের লক্ষ্য হলো আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা, অর্থনৈতিক সংযোগ বাড়ানো এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করে তবে রাজনৈতিক সহিংসতার বিরোধী। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করি। আমি দেখেছি, কিছু তরুণ নেপালে গ্রাফিতি পরিষ্কার করছে। আমরা তরুণদের প্রতিবাদে সমর্থন দেই — যতক্ষণ তা শান্তিপূর্ণ থাকে।’
অন্য এক জ্যেষ্ঠ কর্মকর্তা জোর দিয়ে বলেন, তরুণদের সম্পৃক্ততা মার্কিন কূটনীতির একটি ধারাবাহিক অগ্রাধিকার। তিনি বলেন, ‘বিদেশে তরুণদের সঙ্গে যুক্ত হওয়াই আমাদের নীতি। যেখানে আমাদের কূটনৈতিক উপস্থিতি আছে, সেখানে আমরা তরুণদের সঙ্গে কথা বলতে চাই, শিক্ষা সহযোগিতা করতে চাই এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে সচেতনতা বাড়াতে চাই। আমরা তাদেরকে শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক গঠনের কেন্দ্রীয় শক্তি হিসেবে দেখি।’
ওয়াশিংটনের কাছে বাংলাদেশের আসন্ন নির্বাচন ইন্দো-প্যাসিফিক কৌশলে দেশের ভূমিকার জন্য একটি মোড় ঘোরানো মুহূর্ত হতে পারে। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ঢাকায় একটি স্থিতিশীল সরকার গঠিত হলে দুই দেশ একসাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে। এতে শরণার্থী সংকট থেকে শুরু করে অর্থনৈতিক স্থিতিশীলতা পর্যন্ত নানা আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।
যুক্তরাষ্ট্র তার ইন্দো-প্যাসিফিক কৌশলে (আইপিএস) বাংলাদেশকে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। গত বছরের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। মঙ্গলবার নিউইয়র্কে দেওয়া এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা আগামী বছরের শুরুতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।’ তিনি উল্লেখ করেন, সম্প্রতি মার্কিন প্রতিনিধিরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নির্বাচন প্রস্তুতি ও আঞ্চলিক সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, ‘নতুন বছরে যখন সরকার গঠিত হবে, তখন আমাদের সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় তা বুঝতে সহজ হবে।’
ওয়াশিংটনের মতে, বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতি সরাসরি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতাও অন্তর্ভুক্ত। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এ বিষয়ে কীভাবে একসাথে কাজ করব তা নিয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্র এই সংকটে সবচেয়ে বড় দাতা। আমি মনে করি, আমাদের দুই দেশের একসাথে করার মতো অনেক কিছু আছে।’
এই বক্তব্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত ও ভবিষ্যৎ সরকারই নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র কীভাবে ঢাকার সঙ্গে আইপিএস-এর আওতায় কাজ করবে। আইপিএস কৌশলের লক্ষ্য হলো আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা, অর্থনৈতিক সংযোগ বাড়ানো এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করে তবে রাজনৈতিক সহিংসতার বিরোধী। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করি। আমি দেখেছি, কিছু তরুণ নেপালে গ্রাফিতি পরিষ্কার করছে। আমরা তরুণদের প্রতিবাদে সমর্থন দেই — যতক্ষণ তা শান্তিপূর্ণ থাকে।’
অন্য এক জ্যেষ্ঠ কর্মকর্তা জোর দিয়ে বলেন, তরুণদের সম্পৃক্ততা মার্কিন কূটনীতির একটি ধারাবাহিক অগ্রাধিকার। তিনি বলেন, ‘বিদেশে তরুণদের সঙ্গে যুক্ত হওয়াই আমাদের নীতি। যেখানে আমাদের কূটনৈতিক উপস্থিতি আছে, সেখানে আমরা তরুণদের সঙ্গে কথা বলতে চাই, শিক্ষা সহযোগিতা করতে চাই এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে সচেতনতা বাড়াতে চাই। আমরা তাদেরকে শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্ক গঠনের কেন্দ্রীয় শক্তি হিসেবে দেখি।’
ওয়াশিংটনের কাছে বাংলাদেশের আসন্ন নির্বাচন ইন্দো-প্যাসিফিক কৌশলে দেশের ভূমিকার জন্য একটি মোড় ঘোরানো মুহূর্ত হতে পারে। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ঢাকায় একটি স্থিতিশীল সরকার গঠিত হলে দুই দেশ একসাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে। এতে শরণার্থী সংকট থেকে শুরু করে অর্থনৈতিক স্থিতিশীলতা পর্যন্ত নানা আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবে না। বিশেষ করে দুই ও তিন ফসলি জমিতে নির্মাণ করা যাবে না কোনো স্থাপনা। কৃষি জমি রক্ষায় কঠোর বিধান রেখে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলার ঘটনার পর বিদেশের মাটিতে বাংলাদেশি রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর প্রকাশ্যে ডিম ছোড়ার ঘটনা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত ভাবমূর্
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে নিহত ও আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
৩ ঘণ্টা আগেউত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে, এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং
৪ ঘণ্টা আগে