leadT1ad

পদত্যাগ করেই নির্বাচন করব, তবে দল এখন বলছি না: আসিফ মাহমুদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৮: ৫৩
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কোন দল বা আসন থেকে অংশ নেবেন, সেটা স্পষ্ট করেননি তিনি। শুধু তিনি একা নন, আরও উপদেষ্টা নির্বাচনে অংশ নেবেন বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‌'নির্বাচন করব ঘোষণা দিয়েছি, কিন্তু কোথা থেকে করব, সেই ঘোষণা এখনো দিইনি।'

কোন দল থেকে নির্বাচন করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমি কিছু বলছি না। এখন রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক হবে না। যথাসময়ে আপনারা জানতে পারবেন।'

নির্বাচন করলে সরকার থেকে পদত্যাগের বিষয় আছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘কেবল আমরা দুজন ছাত্র উপদেষ্টাই নই, আরও যাঁরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আছেন, তাঁদের কেউ কেউ নির্বাচন করবেন বলে কথা রয়েছে।‘

আসিফ মাহমুদ আরও বলেন, ‘আসলে কোনো আইন বা বিধান নেই যে উপদেষ্টা থেকে কেউ নির্বাচন করতে পারবেন না। তবে স্বার্থের সংঘাত ঘটে এমন পদে থেকে নির্বাচন করা উচিত নয়। আমি মনে করি, যে বা যাঁরা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগেই তাঁদের পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। বাকি সময়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলে আপনাদের জানাব।‘

উপদেষ্টা আরও বলেন, কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে জানতে পারবেন।

এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই কোনো অনিয়ম হলে দুদক সেটা তদন্ত করতে পারে। এক্ষেত্রে আমাদের কোনো সহায়তার প্রয়োজন হলে আমরা সেটা দুদককে করব।‘

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত