বাংলাদেশ পুনর্গঠনে বিএনপির ৩১ দফা যেন রাজনৈতিক প্রতিশ্রুতি না হয় বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, ‘এসব দফার নানাবিধ গুরুত্ব রয়েছে। সুতরাং দফাগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়।’
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানী ফার্মগেটের ডেইলি স্টার ভবনে বাংলাদেশ টুমরো ফোরাম আয়োজিত ‘বিএনপির ৩১ দফা: গুণীজন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘সরকারি চাকরিতে বিভিন্ন দায়িত্ব-অভিজ্ঞতার প্রসঙ্গে নদী রক্ষায়, পরিবেশ রক্ষায় রাজনৈতিক বাধার কথাও বলেন। তিনি মনে করেন, উল্লিখিত দফাগুলো প্রত্যেকটিই ভাল-এখন এটা যথাযথভাবে বাস্তবায়ন হলেই হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মামুন, বিশ্বব্যাংকের পরামর্শক মাহমুদ হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর মুহাম্মদ আশরাফুজ্জামান (অব.), ইউনাইটেড নেশনের সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ আবুল কাশেম শেখ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সদস্য সচিব ও আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন।
গণমাধ্যম ও সংবিধান সংস্কার প্রসঙ্গে বক্তারা বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে বিএনপি যা বলেছে, তা যথার্থ। তবে মিডিয়া কমিশন গঠনের বিষয়টি কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ক্ষমতার ভেতরে ও বাইরে থাকলে দলগুলোর গণমাধ্যম ভাবনা এক থাকে না। এছাড়া ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতির ধারণাটি আরও পরিষ্কার করা প্রয়োজন বলে বক্তারা মত দেন।
নারী অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ড. ফেরদৌসী বেগম বলেন, এই বিষয়গুলোতে ৩১ দফায় আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল, বিশেষ করে নারী অধিকার ও শিক্ষায়। দেশে শিক্ষায় উন্নতি হয়েছে তবে সেটা গুণগত নয়। ৩১ দফা বাস্তবায়ন করার জন্য সবার আগে দরকার রাজনৈতিক সরকার। এ কারণে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।
বিসিকের সাবেক পরিচালক আবু তাহের খান আমলাতন্ত্রের দলীয়করণ নিয়ে হতাশা প্রকাশ করেন এবং ৩১ দফায় কৃষিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আলোচনায় অংশ নিয়ে নর্দান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক জুয়েল রানা এবং রাজনৈতিক বিশ্লেষক এস এম হুমায়ুন পাটোয়ারী স্বাস্থ্য ও শিক্ষাখাতের কাঠামোগত দুর্নীতির কথা তুলে ধরেন। তারা বলেন, শিক্ষায় দুর্নীতি থাকলে কোনো রূপরেখাই সুফল দেবে না। বাংলাদেশ পুনর্গঠনে ৩১ দফার গুরুত্ব থাকলেও এর বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হলো সর্বগ্রাসী দুর্নীতি।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে বাংলাদেশ টুমরো ফোরামের চেয়ারম্যান কবি ও গবেষক রাজ মাসুদ ফরহাদ বলেন, এই আলোচনার উদ্দেশ্য ছিল ৩১ দফা নিয়ে গুণীজনদের মতামত ও দ্বিমত শোনা। উঠে আসা পরামর্শগুলো বিএনপির দলীয় ফোরাম এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের পরামর্শক মাহমুদ হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) মুহাম্মদ আশরাফুজ্জামান, জাতিসংঘের সিভিল সোসাইটি প্রতিনিধি আবুল কাশেম শেখ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন ও ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম রেজাউল করিম প্রমুখ।