বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুম্মা সারা দেশের মসজিদে বিশেষ মোনাজাত কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে আসন্ন নির্বাচন ও রাষ্ট্র সংস্কারকে সামনে রেখে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিটি ৬ ডিসেম্বর শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে মাঝে ১২ ডিসেম্বর শুক্রবার কোনো কর্মসূচি থাকবে না। এই সময়সীমায় বিএনপি ও ছাত্রদল দুই দিন করে এবং স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, যুবদল ও কৃষক দল একদিন করে তাদের পরিকল্পনা ও কর্মসূচি পালন করবে। প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে বিস্তারিত সময়সূচি তুলে ধরে জানানো হয়, ৭ ডিসেম্বর বিএনপির কর্মসূচির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ ডিসেম্বর ছাত্রদলের কর্মসূচির উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দলের যৌথ আয়োজনের উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের যৌথ কর্মসূচির উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ১১ ডিসেম্বর বিএনপির কর্মসূচির উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১৩ ডিসেম্বর সমাপনী দিনের কর্মসূচির উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এই ব্যাপক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং সদস্য সচিব করা হয়েছে হাবিবুন্নবী খান সোহেলকে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন—চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বগুড়া জেলা বিএনপি নেতা মীর শাহে আলম, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন। এছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, আব্দুস সাত্তার পাটোয়ারী এবং ড. সাইমুম পারভেজ, ড. আব্দুল মজিদ ও কামরুল ইসলাম এই কমিটিতে রয়েছেন।