leadT1ad

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলান রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা
মারিয়া করোনা মাচাদো। ছবি: নোবেল প্রাইজ ডট ওআরজি।

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ এবং দেশটির বর্তমান বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, তিনি ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরশাসন থেকে শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত গণতন্ত্রে রূপান্তরের জন্য তার অক্লান্ত সংগ্রামের জন্য এই সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। গত বছর মাচাদোকে আত্মগোপনে থেকে জীবন-যাপন করতে হয়েছে। প্রাণের ঝুঁকি সত্ত্বেও তিনি দেশে থেকে লড়াই চালিয়ে গেছেন। এই সিদ্ধান্ত কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে।

মাচাদো দেশটির বিরোধীদলগুলোকে একত্রিত করেছেন। ভেনেজুয়েলার সমাজের সামরিকীকরণের বিরুদ্ধে তিনি কখনও পিছু হটেননি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তার অবস্থান সবসময় অটল ছিল।

নোবেল কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে একজন সাহসী ও প্রতিশ্রুতিশীল শান্তির রক্ষকের কাছে—এমন একজন নারীকে, যিনি অন্ধকারের মধ্যে গণতন্ত্রের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন।

মাচাদো ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে ল্যাটিন আমেরিকার সাম্প্রতিক সময়ে অসাধারণ নাগরিক সাহসের উদাহরণ। তিনি দেশটির বিভক্ত রাজনৈতিক বিরোধীদলগুলোকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। বিরোধীদলগুলো তার অনুপ্রেরণায় মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে একমত হয়েছে। এটিই গণতন্ত্রের মূলনীতি—আমরা মতভেদ সত্ত্বেও জনগণের শাসনের নীতি রক্ষা করতে প্রস্তুত। বর্তমান গণতন্ত্র বিপন্ন হওয়ার সময়ে, এই সাধারণ ভিত্তি রক্ষা করা আগের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ।

Ad 300x250

সম্পর্কিত