leadT1ad

ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের গুলি: কী ঘটেছিল, কে সন্দেহভাজন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

২৬ নভেম্বর ২০২৫ ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সৈন্যকে গুলি করার খবর পাওয়ার পর ন্যাশনাল গার্ডের সদস্যরা জড়ো হচ্ছে। ছবি: এপি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে দুজন ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর। কর্মকর্তারা এটিকে একটি পরিকল্পিত হামলা হিসাবে উল্লেখ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ঘৃণ্য হামলা ও সন্ত্রাসের কাজ হিসেবে নিন্দা করেছেন। ঘটনাটি থ্যাঙ্কসগিভিং ছুটির ঠিক এক দিন আগে মঙ্গলবার একটি ব্যস্ত পর্যটন এলাকায় ঘটে।

কী ঘটেছিল

স্থানীয় সময় দুপুর প্রায় ২টা ১৫ মিনিটে (১৯:১৫ জিএমটি) একজন হামলাকারী গুলি চালায়। হামলাকারীও পাল্টা গুলিতে আহত হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। সে পুলিশের হেফাজতে আছে। পুলিশের মতে, হামলাকারী গার্ডদের ওপর হঠাৎ আক্রমণ চালায়।

সিএনএনের খবরে বলা হয়, হামলাকারী তিনজন গার্ডের কাছে গিয়ে প্রথমে একজনকে ও পরে আরেকজনকে গুলি করে। এরপর সে প্রথম আহত সদস্যের দিকে আবার গুলি ছোড়ার চেষ্টা করে। এ সময় তৃতীয় গার্ড পাল্টা গুলি ছোড়ে।

ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন। মোট ২ হাজার ২০০ ন্যাশনাল গার্ড সদস্য ওয়াশিংটন ডিসিতে মোতায়েন রয়েছেন, যার মধ্যে ৯২৫ জন ডিসি থেকে এবং ১ হাজার ২০০ জনেরও বেশি অন্যান্য অঙ্গরাজ্য থেকে এসেছে।

ন্যাশনাল গার্ড কী?

ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর রিজার্ভ শাখা। প্রাকৃতিক দুর্যোগ বা অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় তাদের ডাকা হয়। প্রয়োজনে তারা বিদেশেও অভিযানে অংশ নিতে পারে।

এ বাহিনীতে আর্মি ন্যাশনাল গার্ড এবং এয়ার ন্যাশনাল গার্ড রয়েছে। মোট সদস্য প্রায় ৪ লাখ ৩১ হাজার জন। এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী।

প্রত্যেক অঙ্গরাজ্য, অঞ্চল ও ওয়াশিংটন ডিসির আলাদা ন্যাশনাল গার্ড ইউনিট রয়েছে। তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় উভয় কর্তৃপক্ষের অধীন।

ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই আহত সদস্যের বিষয়টি অঙ্গরাজ্যের গভর্নর প্যাট্রিক মরিসি নিশ্চিত করেছেন।

সম্প্রতি একজন ফেডারেল বিচারক ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলেন। হামলার পর ট্রাম্প প্রশাসন ওই সিদ্ধান্ত বাতিলের আবেদন জানায়।

ঘটনাস্থল কোথায়?

গুলির ঘটনা ঘটে ফ্যারাগাট স্কয়ার-এ। এটি হোয়াইট হাউসের কাছে অবস্থিত একটি ব্যস্ত পর্যটন এলাকা।

১৭৯১ সালে পিয়ের ল’এনফাঁ এই স্থানটি নকশা করেন। এটি ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলের একটি গুরুত্বপূর্ণ স্থান।

এলাকায় উৎসব উপলক্ষে সাজসজ্জা করা ছিল। চারপাশে খাবারের দোকান, কফিশপ ও মেট্রো স্টেশনের প্রবেশপথ রয়েছে।

সন্দেহভাজন কে?

তদন্তকারীরা সন্দেহভাজন হিসেবে ২৯ বছর বয়সী রহমতুল্লাহ লাখানওয়ালকে চিহ্নিত করেছেন। হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম জানান, তিনি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে অপারেশন অ্যালাইস ওয়েলকাম কর্মসূচির মাধ্যমে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন। এই কর্মসূচি বাইডেন প্রশাসন চালু করেছিল।

ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, লাখানওয়াল আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী একজন বিদেশি এবং তিনি বর্তমানে হেফাজতে আছেন।

অপারেশন অ্যালাইস ওয়েলকাম কী?

এটি ছিল ২০২১ সালের যুক্তরাষ্ট্রের একটি পুনর্বাসন কর্মসূচি। তালেবান ক্ষমতায় ফেরার পর বিপদাপন্ন আফগানদের দেশে আনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

বহু আফগান যুক্তরাষ্ট্রের সেনাদের দোভাষী, চালক ও সহযোগী হিসেবে কাজ করেছিলেন। সাংবাদিক, নারী অধিকারকর্মীসহ অনেকেই তালেবানের হামলার আশঙ্কায় দেশ ছাড়েন।

এই কর্মসূচির আওতায় হাজার হাজার আফগানকে মার্কিন সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাদের নিরাপত্তা যাচাইও করা হয়। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পুনর্বাসিত করা হয়।

কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৭৬ হাজার আফগান যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তবে পরবর্তীতে যাচাই প্রক্রিয়া যথেষ্ট ছিল না বলে রিপাবলিকানদের সমালোচনা ওঠে।

এরপর কী ঘটতে পারে?

হামলার পর ট্রাম্প প্রশাসন আফগান নাগরিকদের পুনর্বিবেচনার ঘোষণা দেয়। তিনি জানান, তালেবান ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রত্যেক আফগানের পুনরায় নিরাপত্তা যাচাই করা হবে।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস আফগান ইমিগ্রেশন আবেদন গ্রহণ সাময়িক স্থগিত করেছে। তারা নিরাপত্তা প্রটোকল পুনর্বিবেচনা করছে।

প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, নিরাপত্তা জোরদারে আরও ৫০০ ন্যাশনাল গার্ড সদস্য ওয়াশিংটন ডিসিতে পাঠানো হবে।

প্রতিক্রিয়া

ট্রাম্প বলেন, হামলাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি অবৈধভাবে প্রবেশকারীদের দ্বারা আইন-শৃঙ্খলা বিঘ্নকে বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন।

#আফগান ইভ্যাক সহায়তা সংস্থার প্রধান শন ভ্যানডাইভার বলেন, হামলাকারীকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো আফগান কমিউনিটিকে অপরাধী করা উচিত নয়।

জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেন ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তারা আহত সেনাদের জন্য প্রার্থনার কথা বলেছেন।

বরাক ওবামাও সামাজিক মাধ্যমে হামলার নিন্দা জানান এবং বলেন, যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই।

ন্যাশনাল গার্ড প্রধান জেনারেল স্টিভেন নর্ডহাউস জানান, তিনি গিটমো থেকে ফিরে ডিসিতে আসছেন, যেখানে তিনি থ্যাঙ্কসগিভিং উপলক্ষে সৈনিকদের সাথে দেখা করছিলেন।

সূত্র: আল-জাজিরা

Ad 300x250

সম্পর্কিত