নোবেলরা এমন কেন, আমরা কেমন তারকা তৈরি করতে চাই
ধর্ষণ ও প্রতারণার অভিযোগে হাজতে আছেন সংগীতশিল্পী মাঈনুল ইসলাম নোবেল। এর আগেও তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন দুই স্ত্রীসহ একাধিক নারী। জনপ্রিয়তা শুধু খ্যাতির নয়, একধরনের সামাজিক আয়নারও প্রতিফলন। নোবেলর বাস্তবতা আমাদের বর্তমান সমাজের মানসিক গঠন ও মূল্যবোধের জটিলতা বোঝারও এক চমৎকার আয়না।