leadT1ad

নয়নাভিরাম আইসল্যান্ড

পৃথিবীর খুব সুন্দর একটি দেশ আইসল্যান্ড। নাম শুনলে মনে হতে পারে আইসল্যান্ড বরফে ঘেরা শীতপ্রধান দেশ। কিন্তু বাস্তবে দেশটা ততটা ঠাণ্ডা নয়, বরং প্রায়শই স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে সেখানে। আইসল্যান্ডের তিন চতুর্থাংশ স্থান রুক্ষ হওয়ায় কোন বনাঞ্চল নেই। তবুও দেশটির প্রকৃতি যে কাউকে মুগ্ধ করবে। নজর কাড়বে সবুজ গ্রামাঞ্চল। জলপ্রপাতের এই নর্ডিক দেশে সবচেয়ে চিত্তাকর্ষক ধারাটির নাম গালফস। গোল্ডেন সার্কেলের ঠিক নিচেই এর অবস্থান হওয়ায় এই অঞ্চলে পর্যটকদের ভিড় বেশি হয়। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হওয়ায় বিশ্ব পর্যটকদের নিকট আকর্ষণীয় একটি গন্তব্য আইসল্যান্ড। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি অনেকটাই প্রাকৃতিকভাবে নিরাপত্তাবেষ্টিত। তবে বরফাচ্ছাদিত ভূখণ্ড এবং আগ্নেয়গিরির এই আশ্রয়স্থলটি নিমেষেই রূপ বদলে হয়ে যেতে পারে বিপজ্জনক।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৮: ২২
পাহাড়ের একপাশে সবুজ গ্রামাঞ্চল

আইসল্যান্ডের সবচেয়ে চিত্তাকর্ষক জলপ্রপাত

এটি গেইজার, বাংলায় যাকে উষ্ণ প্রস্রবণ বলা হয়

সবুজ মাঠে ঘোড়ার বিচরণ ভূমি

আইসল্যান্ডের লাল পাহাড় নজর কাড়ে পর্যটকদের

বাড়িগুলো যেন আঁকা ছবির মত

আগ্নেয়গিরির লাভা ছাই দিয়ে তৈরি এইসব পাহাড়

মনোমুগ্ধকর এই দেশের প্রকৃতি যেন ছবির মত

পাহাড়ের বুক চিরে জলপ্রপাতের ধারা

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পাহাড়ের মাঝে তৈরি হওয়া রাস্তা দেখতে আসে পর্যটকেরা

Ad 300x250

সম্পর্কিত