leadT1ad

অল সোলস ডে: মৃতদের জন্য প্রার্থনা

খ্রিষ্টানদের ‘অল সোলস ডে’ হলো ২ নভেম্বর পালিত একটি বিশেষ দিন, যখন মৃত আত্মীয় ও বন্ধুদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এই দিনে ক্যাথলিক খ্রিষ্টানরা মৃতদের জন্য প্রার্থনা করেন। প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে, ফুলের পাপড়ি ও পবিত্র জল ছিটান। পাশাপাশি বিভিন্ন গির্জায় অনুষ্ঠিত হয় প্রার্থনা। মৃত আত্মীয়-স্বজনের স্মরণে আজ সন্ধ্যা থেকেই নগরের বিভিন্ন ধর্মপল্লিতে অবস্থিত ক্যাথলিক খ্রিষ্ট সম্প্রদায়ের লোকজন তাঁদের আত্মীয়স্বজনের কবরগুলোতে মোমবাতি জ্বালিয়েছেন। প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত হয়ে প্রার্থনা করেন তাঁরা। ছবিগুলো আজ রাজধানী তেজগাঁওয়ের হলি রোজারি চার্চ থেকে তোলা।

আশরাফুল আলম
আশরাফুল আলম

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২১: ০২
তেজগাঁওয়ের হলি রোজারি চার্চে মৃতদের কবরে মোম জ্বালান খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন

যিশু খ্রিষ্টের প্রতিকৃতির সামনে প্রার্থনা করতে জড় হচ্ছে মানুষ

সমাধিতে মোমবাতি জ্বালাছেন এক খ্রিষ্টান মহিলা ধর্মযাজক

গির্জায় মেরির কোলে যিশু খ্রিষ্টের প্রতিকৃতি

স্বজনের সমাধিতে মোমবাতি জ্বালাছেন এক কিশোরী

প্রিয়জনের কবরের পাশে অশ্রুসিক্ত দুজন

সমাধির পাশে বসে মোমবাতি জ্বালাছেন এক তরুণী

মোমবাতি জ্বালিয়ে ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছেন একজন

মোম জ্বালিয়ে প্রার্থনা করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের

তেজগাঁও হলি রোজারি চার্চে যিশু খ্রিষ্টের প্রতিকৃতি

Ad 300x250

সম্পর্কিত