
.png)

খ্রিষ্টানদের ‘অল সোলস ডে’ হলো ২ নভেম্বর পালিত একটি বিশেষ দিন, যখন মৃত আত্মীয় ও বন্ধুদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এই দিনে ক্যাথলিক খ্রিষ্টানরা মৃতদের জন্য প্রার্থনা করেন। প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে, ফুলের পাপড়ি ও পবিত্র জল ছিটান।

গত শুক্রবার গ্রেস জিন ড্রেক্সেল চীনে থাকা তার বাবা খ্রিষ্টান ধর্মযাজক জিন মিনগ্রির কাছ থেকে একটি খুদে বার্তা পান। সেখানে গ্রেসকে বলা হয়, অপর এক ধর্মযাজককে পাওয়া যাচ্ছে না। তার জন্য যেন প্রার্থনা করে।